X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পথে ইইউ

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ০৯:০২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৪:৪৯

পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের অসন্তোষের মুখে এবার তেহরানের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরইমধ্যে ইরানের বিরুদ্ধে ইইউ-এর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ২০১৫ সালে দেশটির সঙ্গে করা পরমাণু চুক্তি শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসনকে সম্মত করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে। গোপন নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইরানের বিরুদ্ধে নতুন  নিষেধাজ্ঞার পথে ইইউ শুক্রবার ইইউভুক্ত দেশগুলোতে এই প্রস্তাব সম্বলিত একটি যৌথ চিঠি পাঠানো হয়েছে। কেননা, নিষেধাজ্ঞা জারি করতে হলে ইইউভুক্ত সব দেশকে প্রস্তাবে রাজি হতে হবে। এ কারণে প্রস্তাবক দেশগুলো অন্যদেরও রাজি করানোর চেষ্টা করছে।

প্রস্তাবিত এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো মূলত ট্রাম্প প্রশাসনকে দেখাতে চায় ইরানের অন্যায্য আচরণের ব্যাপারে তারাও সোচ্চার। তবে পারমাণবিক উত্তেজনা হ্রাসে দেশটির সঙ্গে করা চুক্তি বহাল থাকা প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এ চুক্তির বিরোধীতা করে আসছেন। চুক্তিটি বাতিল বা সংশোধনের কথা বলেছেন। সর্বশেষ গত জানুয়ারিতে ট্রাম্প চুক্তিটি বহাল রাখার ঘোষণা দিয়ে বলেন, চুক্তিটি সংশোধনে এটাই ইরানের জন্য ‘শেষ সুযোগ’। তবে এর প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, তারা চুক্তিতে কোনও পরিবর্তন আনবে না।

ট্রাম্প জানান, ইরানের জন্য এ সুযোগ চার মাস বা ১২০ দিনের জন্য। এ সময়ের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা ছাড়াই ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে একটি নতুন চুক্তির খসড়া করা হবে। নতুন চুক্তিতে বর্তমান চুক্তির ‘বিপজ্জনক ত্রুটিগুলো’ দূর করা হবে।

গত জানুয়ারিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা স্থগিতের পর প্রতি চার মাস পর পর স্থগিতাদেশ বাড়ানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট। আগামী ১২ মে নতুন করে স্থগিতাদেশ না দিলে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রয়টার্সের হাতে থাকা নথিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সিরিয়ার আসাদ বাহিনীকে সমর্থনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, প্রকাশ্য ভূমিকার কারণে সামনের দিনগুলোতে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলোর নতুন এ উদ্যোগ নিয়ে এরইমধ্যে তেহরানের হতাশার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন কূটনীতিক বলেছেন, ‘আমরা বিরক্ত। আমরা ১৮ মাস ধরে তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।’

ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন আঞ্চলিক এ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।

সম্ভাব্য এই নিষেধাজ্ঞার খবরটি এমন এক সময়ে সামনে এলো যার কয়েকদিন আগেই ইরানকে মোকাবিলায় পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদি আরব কোনও পারমাণবিক বোমা অর্জন করতে চায় না। তবে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে, তাহলে আমরাও যত দ্রুত সম্ভব তার অনুসরণ করবো।’

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট