X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সু চি’র প্রেসিডেন্ট হওয়ার বিরোধিতা করবে মিয়ানমারের বিরোধী দল

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৮:৪১আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:৪২

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে সংবিধানে নতুন ধারা যোগ করেছিল দেশটির সেনাবাহিনী। সু চি’র রাজনৈতিক দল এনএলডি ওই ধারা সংশোধনের উদ্যোগ নিলেও বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (ইউএসডিপি) তাতে বিরোধিতা করার ঘোষণা দিয়েছে। অবশ্য এর আগে এই প্রস্তাবে সমর্থন দেওয়ার জেরে পদ হারিয়েছিলেন এক সময়ের ইউএসডিপি প্রধান শোয়ে মান। দেশটির সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এই খবর দিয়েছে।

অং সান সু চি

২০০৮ সালে মিয়ানমারের সামরিক জান্তা সরকার সংবিধানে ৫৯ (এফ) ধারা যুক্ত করে। এই ধারা অনুযায়ী নিকটাত্মীয়দের মধ্যে বিদেশি স্বজন থাকা মিয়ানমারের নাগরিকদের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পথ রুদ্ধ করে দেওয়া হয়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী সু চি এক ব্রিটিশ নাগরিককে বিয়ে করেছেন। তাদের দুই সন্তানও ব্রিটিশ নাগরিক। সংবিধানের ওই ধারা অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতার সুযোগ হারান সু চি। পরে ২০১১ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি জয় পেয়ে সেনাবাহিনীর কর্তৃত্ব মেনে ডি ফ্যাক্টো সরকার গঠন করে। সু চিকে দেওয়া হয় স্টেট কাউন্সিলর বা রাষ্ট্রীয় উপদেষ্টার পদ।

বৃহস্পতিবার রাজধানী নেপিদোতে ইউএসডিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উ হ্লা থেইন বলেন, আমার মত হলো এই আইন সংশোধন হওয়া উচিত নয়।

২০১৪ সালে ন্যাশনাল লীগ অব ডেমোক্র্যাসি (এনএলডি) সংবিধানের ওই ধারা প্রত্যাহার ও ৪৩৬ ধারা সংশোধনের উদ্যোগ নেয়। এ সংশোধনের জন্য মিয়ানমারের সংসদের নিম্ন কক্ষ পিয়াডাংসু হ্লাত্তুর ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থন প্রয়োজন। তবে সাংবিধানিক ধারা অনুযায়ী মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সংসদের এক চতুর্থাংশ আসন সংরক্ষিত থাকায় ওই উদ্যোগ তাদের ভেটোর মুখে পড়ে।

ইউএসডিপির সাবেক চেয়ারম্যান ও সংসদের নিম্ন কক্ষের স্পিকার উ শোয়ে মানের সমর্থনে এনএলডি ২০১৫ সালের জুনে সংবিধানের ধারা দুটি পাসের উদ্যোগ নিয়েছিল। তবে সামরিক বাহিনীর সদস্যদের ভেটোর মুখে ওই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। আর এনএলডির এই প্রস্তাবে সমর্থন দেওয়ার কারণে সোয়ে মান ও তার সমর্থকদের পরের বছর দলীয় পদ হারাতে হয়।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক