X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বিক্ষোভের মুখে ‘নিপীড়ক নেতা’রা

সু চির ছবিতে ‘জীবন্ত’ হিটলার!

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৩
image

 

ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন আর মিয়ানমারের নিপীড়ক নেতৃত্বের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় উত্তাল বিক্ষোভ হয়েছে। আসিয়ান সম্মেলনস্থলের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সম্মেলনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন জুয়ান ফুক যোগ দিলেও আসেননি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। এই চারজনের বিরুদ্ধেই নিপীড়নের অভিযোগ রয়েছে। বিক্ষোভ মিছিলের এক ব্যঙ্গাত্বক প্ল্যাকার্ডে সু চির আদলে হিটলারকে জীবন্ত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর থেকে এই বিক্ষোভের কথা জানা গেছে।
আসিয়ানে বিক্ষোভের মুখে `নিপীড়ক নেতৃত্ব`

অস্ট্রেলিয়ায় চলমান আসিয়ান-অস্ট্রেলিয়া বিশেষ সম্মেলনকেই বিক্ষোভের কেন্দ্রবিন্দু বানিয়েছে প্রতিবাদকারীরা।  অস্ট্রেলিয়ার সিডনিতে নিপীড়ক নেতাদের বিরুদ্ধে মিছিলে নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা  ফিলিপাইনে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, ভিয়েতনামের রাজনৈতিক বন্দিদের মুক্তি, কম্বোডিয়ায় মানব হুন সেনের সীমাহীন বলপ্রয়োগ ও স্বেচ্ছাচার এবং মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক নিধনযজ্ঞ বন্ধের দাবি জানান।  ভিয়েতনামী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত বিক্ষোভকারী ডেভি এনগুয়েন বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে যা হচ্ছে তার প্রতিবাদ জানাই। আমরা এসব সরকারকে পরিষ্কার বার্তা দিতে চাই যে, আপনারা মানবাধিকার লঙ্ঘন করতে পারবেন না।

বিক্ষোভকারীরা নানান ধরনের ব্যাঙ্গাত্বক চিত্র সম্বলিত প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। প্ল্যাকার্ডগুলোর একটিতে দেখা যায়, অং সান সু চির মুখে হিটলার জীবন্ত হয়েছে তার গোঁফ আঁকার মধ্য দিয়ে। আরেকটি ছবিতে দাবি জানানো হয়েছে নোবেল পুরস্কার ফিরিয়ে দেওয়ার। এই নোবেল বিজয়ী নেতার বিরুদ্ধে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই নির্যাতনের মাধ্যমে তাদেরকে নিষ্ঠুরভাবে রাখাইন রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের বিরুদ্ধে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মিছিল থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। শুক্রবারের ওই মিছিলে কয়েকশ কম্বোডিয়ান-অস্ট্রেলিয়ান নাগরিক অংশ নেন। অস্ট্রেলিয়ান বার্মিজ রোহিঙ্গা সংস্থার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আজ দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্বৈরাশাসন ও গণহত্যার শিকার সম্প্রদায় বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি’।

/আরএ/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না