X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ১৮:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৩১

সিংহলিজ শব্দ নিদাহাস। বাংলায় এর অর্থ দাঁড়ায় স্বাধীনতা। স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদযাপনে ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফি আয়োজন করে ফাইনালেই নেই শ্রীলঙ্কা। গত শুক্রবার উত্তেজনা ঠাসা এক ম্যাচে তাদের হারিয়ে দিয়ে আজকের ফাইনালে ভারতের মুখোমুখি প্রতিবেশী বাংলাদেশ। ক্রিকেটাঙ্গনে এই দুই দেশের মধ্যে লড়াই মানে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উত্তেজনা, আর সংবাদমাধ্যমে উঠে আসছে মাঠে খেলোয়াড়দের আচরণের চুলচেরা বিশ্লেষণ। ভারতের সংবাদমাধ্যমগুলো রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার (বাংলাদেশ সময়) ফাইনাল নিয়ে রোমাঞ্চ ভরা এক ম্যাচের ইঙ্গিত দিয়েছে।

রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষা

শুক্রবার রাতে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের পর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের গ্লাস ভাঙা পাওয়া যায়। ওই খেলায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটির দাবি, বাংলাদেশ দলের এক সিনিয়র সদস্য ওই গ্লাস ভাঙার জন্য দায়ী। তবে খেলার উত্তেজনার মধ্যে ভুলভাবে ওই দরজায় বেশি জোর দেওয়াতে গ্লাসটি ভেঙেছে বলেও দাবি করেছে তারা।

ফার্স্টপোস্টে ক্রীড়ালেখক দেবদত্ত ভট্টচার্য লিখেছেন, এই টুর্নামেন্ট ফুটন্তপাতিল হয়ে উঠেছে। ফেভারিট ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়েও অভিজ্ঞ বোলারদের ওপর ভর করে জিতেছে। দেশটি এখন আসল লড়াইয়ের অপেক্ষায় রয়েছে।

ভারতের জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট আইপিএলের অন্যতম দল রয়েল চ্যালেঞ্জার্স নিজেদের ওয়েবসাইটে এই ফাইনালকে রোমাঞ্চকর আখ্যা দিয়েছে। বলা হয়েছে, শুক্রবারের ম্যাচে টপ অর্ডারের ভেঙে পড়া, তা থেকে ফিরে আসা, চমৎকার বোলিং আর বিস্ময় জাগানো ডিসমিসালসহ নানা উত্তেজনায় ঠাসা ম্যাচে জয়ের পর নতুন রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ।

২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নে ভারতের কাছে হারের জন্য বাংলাদেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করার পর থেকেই দুই দেশের খেলাগুলো উত্তেজনাকর হয়ে উঠেছে বলে জানিয়েছে বেঙ্গালুরুর দলটির ওয়েব পাতা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশকে কৌশলী প্রতিপক্ষ বিবেচনা করছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। বাংলাদেশকে হালকাভাবে না দেখে রবিবারের ফাইনালকে তাদের দল গভীর মনোযোগে রেখেছে। উপমহাদেশের পরিবেশে বাংলাদেশকে ভালো দল বলেও মন্তব্য করেন তিনি।

আর বাংলাদেশের অধিনায়ক বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এই খেলায় চাপে থাকবে না তার দল। তিনি বলেন, আমরা নিরুদ্বেগ থাকার চেষ্টা করবো আর যতোটা পারি চাপমুক্ত থাকার চেষ্টা করে যাবো। তিনি বলেন, টি-২০তে ভালো খেলতে হলে মানসিকভাবে চাপমুক্ত থাকাটা জরুরি।

 

/জেজে/টিএন/
সম্পর্কিত
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!