X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন পুতিন

মাহাদী হাসান
১৯ মার্চ ২০১৮, ১৮:০০আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৮:০৪
image

টানা চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। ফলে তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন। জয়লাভ করলে দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তিনি। ফলে রুশ অর্থনীতিকে শক্তিশালী করাই পুতিনের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে।

যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন পুতিন

বর্তমানে রাশিয়ায় সবচেয়ে জনপ্রিয় নেতা ও বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে মনে করা হয় পুতিনকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা মানুষের তালিকায় রয়েছেন তিনি।

নিউ স্টেটসম্যান সাময়িকী রুশদের মধ্যে তাদের বর্তমান প্রেসিডেন্টের বিপুল গ্রহণযোগ্যতার কিছু কারণ খুঁজে পেয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনকে একজন দৃঢ়চেতা এবং শক্তিশালী রাজনৈতিক নেতা মনে করে দেশটির অধিকাংশ মানুষ। রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছেন তিনি। পুতিন ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে দেশটির মানুষের মাথাপিছু আয়ও বেড়েছে, বেড়েছে ক্রয়ক্ষমতা। পরিসংখ্যানও তেমনটাই বলছে।

তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ‍পুতিন। বার্তা সংস্থা এএফপি তুলে ধরেছে তেমনই কিছু চ্যালেঞ্জ।

দক্ষ জনশক্তির অভাব মেটানো

পুতিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জেই হতে পারে দক্ষ জনশক্তির অভাব মেটানো। দেশটির জনসংখ্যা বর্তমান ১৪ কোটি ৪৯ লাখ। ১৯৯১ সালের পর নানা রাজনৈতিক ও ভৌগলিক কারণে তাদের ৫০ লাখ জনসংখ্যা কমে যায়। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রথম প্রজন্ম এবার শ্রমবাজারে প্রবেশ করেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় নিম্ন জন্মহারের কারণে দক্ষ জনশক্তির অভাবে পড়তে পারে রাশিয়া। ব্যহত হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি।

একইসঙ্গে একটি প্রজন্ম বাবা-মা হতে যাচ্ছে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আরও কমে আসবে। দেশটির সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন বলেছেন, ‘আগামী ১০-১৫ বছর আমাদের তরুণের সংখ্যা কম থাকবে। ফল দক্ষ জনশক্তির অভাব থাকবে আমাদের।’

অবসরের বয়সসীমা

রাশিয়ায় অবসরের বয়সসীমা নারীদের জন্য ৫৫ ও পুরুষদের জন্য ৬০। বিশ্বে এটাই সর্বনিম্ন। তাদের পেনশনের পরিমাণও কম। পুতিন অনেকদিন ধরেই বলে আসছেন এই অবস্থার সংস্কার জরুরি। তবে সেই সময় এখনই আসেনি বলেও মন্তব্য করেন তিনি।   

কুদরিনের মতো উদারপন্থীরা বলে আসছেন যে, অবসরের বয়সসীমা ৬৩ করা উচিত। তার দাবি, খুবই অল্প পেনশনে অবসরের পর বিপদে পড়তে হয় অবসরপ্রাপ্তদের।

এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের অবস্থা আরও করুণ। শুক্রবার ক্রেমলিন থেকে জানানো হয় যে তারা পেনশনের বিষয়ে চিন্তা করছেন।

বিনিয়োগে আকৃষ্ট করা

যেকোনও অর্থনৈতিক সম্মেলনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করেন পুতিন। বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

কনসালটেশন ফার্ম ম্যাক্রো অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ক্রিস ওয়েফার বলেন, ‘রাশিয়ার আরও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা প্রয়োজন। এজন্য তাদের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি জরুরি। আমলাতান্ত্রিক জটিলতা কমানো প্রয়োজন। তার মতে, ‘বিদেশি বিনিয়োগের কারণেই হয়তো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিপরীতে কোনও পদক্ষেপ নিতে চায়নি রাশিয়া। তারা বিষয়টিকে আর জটিল করতে চায় না।’

জরিপ সংস্থা রোজস্ট্যাট জানায়, ২০১৭ সালে রাশিয়ায় ৪ দশমিক ৪ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ক্রিমিয়ার সংযুক্তি এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের কারণেই বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বলে জানায় তারা।

যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন পুতিন

বহুমুখী বিনিয়োগ মডেল

২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত পুতিনের ক্ষমতা গ্রহণের প্রথম দুই দফায় তেলের দাম অনেক বেড়ে যায়। হাইড্রোকার্বনের বড় মজুদ থাকায় ২০১৫-১৬ সংকট কাটিয়ে উঠেছে রাশিয়া। আলফা ব্যাংকের মতে, রুশ অর্থনীতি মূলত ভোক্তা খাতের  ওপর নির্ভরশীল। এটা স্পষ্টই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নেতিবাচক।’

ওয়েফার বলেন, এই অবস্থা থেকে বের হতে, উদ্যোক্তাদের ও ছোট ব্যবসায় বিনিয়োগ করা জরুরি।  কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতেও বিনিয়োগ প্রয়োজন।

মস্কোর হাইয়ার স্কুল অব ইকোনমিকসের লেভ জ্যাকবসন বলেছেন, রাশিয়া কৃষিখাতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

উৎপাদন বৃদ্ধি

ওয়েফার বলেন, ‘এখানকার অর্থনীতি অসম্পূর্ণ। সোভিয়েত ব্যবস্থা এখনও চলছে। ২০০০-১৩ সাল পর্যন্ত উৎপাদনের বেশিরভাগই এসেছে তেল থেকে। কিন্তু কাঠামোগত সমস্যা এখনও থেকে গেছে।  তিনি বলেন, এই শিল্পকে আরও ভালোভাবে ব্যবহার করা জরুরি ছিল।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!