X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মালিতে শান্তিরক্ষী মিশনে সেনা পাঠাচ্ছে কানাডা

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ২৩:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২৩:৩৪

প্রায় দুই বছরের বিতর্কের অবসান ঘটিয়ে আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৬টি হেলিকপ্টার ও আড়াইশ সহায়ক সেনা পাঠানোর কথা জানিয়েছে কানাডা। এতদিন মিশনে সেনা না পাঠানোয় দেশটির প্রতি ক্ষুব্ধ ছিল তার মিত্ররা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালিতে শান্তিরক্ষী মিশনে সেনা পাঠাচ্ছে কানাডা

কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিত সাজ্জান সাংবাদিকদের বলেন, মালির ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাদের সুবিধার জন্য কানাডা দুটি চিনুক পরিবহণ হেলিকপ্টার ও যুদ্ধের জন্য চারটি গ্রিফন হেলিকপ্টার প্রেরণ করবে। পরিস্থিতির কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কানাডার সরকারি সূত্রগুলো বলছে, সেখানে ১২ মাসের জন্য সেনা মোতায়েন করবে কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশটিয়া ফ্রিল্যান্ড সাংবাদিকদের বলেন, আমরা মালিতে পরিস্থিতির জটিলতা ও সমস্যাগুলো সম্পর্কে সচেতন রয়েছি। আমরা অনেক চিন্তা ও বিচক্ষণতার সঙ্গে এই মিশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

জাতিসংঘ বলছে, ২০১৩ সালে মালিতে মোতায়েন করা ১৫৫ জন সেনা নিহত হয়েছেন। যা বিশ্বের ইতিহাসে শান্তিরক্ষী মিশনে সবচেয়ে প্রাণহানির ঘটনা। এই মাসের শুরুতেও সেন্ট্রাল মালিতে রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য নিহত হন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদারবাদী সরকার ক্ষমতায় আসার পর যে পরিকল্পনার কথা বলেছিল এই ঘোষণায় তা পূরণ হয়নি। ২০১৫ সালে ক্ষমতায় আসার পর মালিতে ৬শ সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিল ট্রুডোর সরকার। পরবর্তীতে হতাহতের আশঙ্কায় মন্ত্রীরা পরিকল্পনাটি স্থগিত করেন। এতে কানাডার মিত্ররা বেশ রাগান্বিত হয়ে পড়ে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির অস্থায়ী সদস্যপদ নিয়ে আশঙ্কা দেখা দেয়। তবে সোমবারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে কূটনীতিকরা বলেছেন, এর মাধ্যমে কোনও প্রকার বাধা ছাড়াই শান্তিরক্ষী কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

/আরএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা