X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘হুথিদের অস্ত্র সরবরাহে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ করবে সৌদি জোট’

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১৪:৫৪আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:৫৯
image

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রমাণ করতে যাচ্ছে যে হুথি বিদ্রোহীদের ইরানই অস্ত্র সরবরাহ করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করে তারা। জোটের মুখপাত্র তুরকি আল মালকি বলেন, নতুন আলামতগুলো প্রমাণ করবে যে হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে ইরান।

‘হুথিদের অস্ত্র সরবরাহে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ করবে সৌদি জোট’

মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের যুদ্ধ বন্ধে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে। আল মালিকি দাবি করেছেন, হুথিদের বিস্ফোরকবাহী নৌকার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনবছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে  নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

 এরপর সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করে হুথিরা। সৌদির অভিযোগ ওই মিসাইলগুলো সরবরাহ করেছিলো ইরান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালেও ইরানি কুইয়াম মিসাইলের আলামত পের্য়েছিলেন।

এর আগে ফ্রেবুয়ারির শুরুর দিকে এই আলামত পরীক্ষার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। তবে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই প্রমাণকে ভুল উল্লেখ করে জানায়, তারা মার্কিন নিষেধাজ্ঞাকে সমর্থন দেবে না কারণ যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমাণ নেই।

এদিকে লাখ লাখ মানুষের ক্ষুধা ও মৃত্যুর কারণ ইয়েমেনের যুদ্ধ বন্ধে ও হুথি বিদ্রোহীদের সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। দুই পক্ষই যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন। এর মাঝেই আসলো ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণের ঘোষণা।

 

/এমএইচ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া