X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিজেকে 'বলির পাঠা' দাবি ফেসবুকের তথ্য চুরিতে সংশ্লিষ্ট গবেষকের

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৮, ১৬:৫৫আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:২২

ফেসবুকের তথ্য বেহাত হওয়ার ঘটনায় ব্যবহৃত অ্যাপের সঙ্গে জড়িত গবেষক  দাবি করেছেন, ওই ঘটনায় তার কোনও ভূমিকা নেই। তাকে নেহায়তই বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সুবিধার্থে ভুয়া খবর ছাড়ানোর উদ্যোগে জড়িত কেমব্রিজ অ্যানালাইটিকাকে ড. আলেক্সান্ডার কোগান প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য দিয়ে মানসিক প্রকৃতির বিশ্লেষণ তৈরি করে দিয়েছিলেন। তার দাবি, তখন তিনি জানতেন না, ব্যবহারকারীদের ওইসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে আইনের বা ব্যবহারের শর্তের লঙ্ঘন হয়েছে কি না। তিনি কাজ করেছেন কেমব্রিজ অ্যানালাইটিকার নির্দেশনায়। ড. কোগান নিজে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন মনস্তত্ত্ব গবেষক। 

ড. অ্যালেক্সান্ডার কোগান

অ্যালেক্সান্ডার কোগান ২০১৪ সালে কেমব্রিজ অ্যানালাইটিকার পক্ষে গবেষণা সম্পন্ন করেছিলেন। কিন্তু তিনি জানতেন না ওই গবেষণা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত হবে। বিবিসিকে তিনি বলেছেন, তার তথ্যের দরকার ছিল, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আচরণগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। এদিকে, ফেসবুক দাবি করেছে, ব্যবহারকারীদের তথ্যের জন্য  ড. কোগানকে দেওয়া বিশেষ প্রবেশাধিকারের শর্ত ভঙ্গ করেছেন তিনি। সেই কারণ দেখিয়ে তারা ড. কোগানের বিশেষ প্রবেশাধিকার বাতিল করে দিয়েছে। কোগান একটি ফেসবুক অ্যাপ ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছিলেন। ওই সময়ে অ্যাপের মালিক চাইলে অ্যাপ ব্যবহারকারীর বন্ধু তালিকা সম্পর্কেও জানতে পারত। অ্যাপটি মূলত ব্যবহারকারীকে তার ব্যক্তিত্বের ধরণ জানার সুযোগ করে দেওয়ার দাবি করত।

 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কোগানের ওই অ্যাপের নাম ছিল ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’। সরাসরি ২ লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হলেও, ওই ব্যবহারকারীদের সঙ্গে যুক্ত ‘বন্ধুদের’ তথ্যও সংগ্রহ করা হয়েছিল ওই অ্যাপ ব্যবহার করে। কেমব্রিজ অ্যানালাইটিকার ক্রিস্টোফার উইলি প্রতিষ্ঠানটির এই তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়ে সবকিছু ফাঁস করে দেন। তিনি জানান, সব মিলিয়ে প্রায় ৫ কোটি ব্যবহারকারীর তথ্য এভাবে হাতিয়ে নেওয়া হয়েছিল। আর এখন ফেসবুক ও কেমব্রিজ অ্যানালাইটিকা উভয় প্রতিষ্ঠানই দায় নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

বিবিসি রেডিও ফোরকে কোগান বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তাতে তিনি রীতিমত হতবিহ্বল। কারণ তাকে জানানো হয়েছিল অ্যাপটি আইনগতভাবে বৈধ। তার ভাষ্য, ‘গত সপ্তাহের ঘটনাপ্রবাহ আমার জন্য অনেক বড় ধাক্কা। আমি মনে করি, আমাকে ফেসবুক ও কেমব্রিজ ও অ্যানালাইটিকা বলির পাঠা হিসেবে ব্যবহার করছে। অথচ যখন আমরা কাজটা করছিলাম, তখন জানতাম যে কাজটি পুরোপুরি বৈধ। কেমব্রিজ অ্যানালাইটিকা গবেষণাটির আইনগত বৈধতার ও ব্যবহারের শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ার নিশ্চয়তা দিয়েছিল।’ ড. কোগান আরও বলেছেন, তিনি কেমব্রিজ অ্যানালাইটিকার নির্দেশনা অনুসরণ করেছেন মাত্র এবং সেখান এমন কিছু ঘটেনি যাতে তিনি ফেসবুকের নীতি বিরুদ্ধ কিছু হওয়ার বিষয়ে সন্দেহ করতে পারেন। তার ধারণা, সংগৃহীত ওই তথ্য ভাণ্ডারের উপযোগিতা নিয়ে কেমব্রিজ অ্যানালাইটিকা বাড়িয়ে বলছে।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা