X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌদি-মার্কিন অস্ত্র চুক্তির বিরুদ্ধে সোচ্চার যুদ্ধবিরোধী সংগঠন

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৮, ২০:১২আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:১৫
image

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের অস্ত্রচুক্তির কারণে যুদ্ধবিরোধী সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিক্রি করা অস্ত্রেই ইয়েমেন সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। প্রাণ হারাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ।

সৌদি-মার্কিন অস্ত্র চুক্তির বিরুদ্ধে সোচ্চার যুদ্ধবিরোধী সংগঠন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন বলা হয়, সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি নিয়েই সরব হয়ে উঠেছে শান্তির পক্ষে লড়াই করা সংগঠনগুলো।মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের আলামত পেলেও দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন ট্রাম্প। ট্রাম্প অবশ্য সৌদির সঙ্গে সম্পর্ককে ‘দারুণ বন্ধুত্ব’ বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসে চুক্তির ঘোষণা অনুষ্ঠানে সৌদি যুবরাজকে স্বাগত জানানোর সময় ট্রাম্প বলেছিলেন, ‘অস্ত্র ব্যবসায় সৌদি আরবের অনেক মানুষ কাজ করে।’ তিনি বলেন, ‘ওবামা প্রশাসনের সময় সৌদি-মার্কিন সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন সেটা দারুণ।’ এসময় একটি ছবির কোলাজ তুলে ধরেন ট্রাম্প যেখানে লেখা ছিল ’১২.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি নিশ্চিত সৌদি আরবে।’ ট্যাংক ও হেলিকপ্টার সহ অনেক সামরিক অস্ত্র ও সরঞ্জামের ছবি ছিল সেখানে। এর মধ্যে ৫২৫ মিলিয়ন ডলারের এক অংশ নিয়ে যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘এটা তোমার কাছে কিছুই না।’

যুবরাজ মোহাম্মদও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্কের প্রশংসা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪০০ বিলিয়ন ডলারের ‍চুক্তির কথা চিন্তাভাবনা করছেন।

তবে কোনও নেতাই ইয়েমেন যুদ্ধের কথা উল্লেখ করেননি। ‍যুদ্ধবিরোধী সংগঠনগুলোর অভিযোগ, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির কারণে ইয়েমেন যুদ্ধ সহিংসতা ত্বরান্বিত হচ্ছে।

পারমাণবিক চুক্তি ও সহিংসতা নিয়ে কাজ করা সংগঠন প্লাউশেয়ারস ফান্ডের প্রেসিডেন্ট জোসেফ সিরিসিওন বলেন, `এটা খুবই দুঃখজনক যে অস্ত্র বাণিজ্যের মাধ্যমে অর্থলাভের আশায় ইয়েমেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ট্রাম্প যুদ্ধ বাঁধিয়ে দিয়ে হাসছেন।’

যু্ক্তরাজ্যভিত্তিক সংগঠন ক্যাম্পেইন এগেইন্সট আর্মস ট্রেড এর অ্যান্ড্রু স্মিথ বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্রের মাধ্যমে নিপীড়ন চালাতে পারে সৌদি আরব। তিনি বলেন, ‘বারবার আবেদন করা হলেও সৌদি আরব মার্কিন প্রেসিডেন্টর সমর্থন পান। আর ট্রাম্পও এই লজ্জাজনক ইতিহাস পুনরাবৃত্তি করবেন।’

এদিকে কংগ্রেসনাল ফ্রন্টে ইয়েমেনে যুক্তরাষ্ট্রে সংযুক্তি নিয়ে ভোটাভুটি হতে পারে।

/এমএইচ/
সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!