X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগামী মাসে পাকিস্তানে ফিরছেন মোশাররফ?

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১০:৩২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১১:৫৮
image

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ আগামী মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে ২৩ দলীয় জোট পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ (পিএআই)-এর মহাসচিব ইকবাল দার। বৃহস্পতিবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মোশাররফ ঠিক কত তারিখে ফিরবেন তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। পিএআই সদস্যদের সঙ্গে আলাপের পর দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দার। উল্লেখ্য, পারভেজ মোশাররফের নেতৃত্বেই এ ২৩ দলীয় জোটটি গঠিত হয়েছে।

পারভেজ মোশাররফ
১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। একই বছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৬ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়েন মোশাররফ। একই বছর জুলাই মাসে রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বছরের আগস্টে পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার রায়ে মোশাররফকে পলাতক ঘোষণা করে তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ (পিএআই)-এর মহাসচিব ইকবাল দার বলেন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে কীভাবে দেশকে পরিচালনা করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

দার বলেন, ‘ক্ষমতাসীন দলগুলো যদি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়, তবে তারা দেশের ইস্যুগুলোকে ঠাণ্ডামাথায় সামাল দিতে পারবে না।’ রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং ভুল বার্তা দিচ্ছে।

 

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে