X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি চীনের

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১৫:১০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৫:৪৯
image

চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে পাল্টা মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে চীন। শুক্রবার (২৩ মার্চ) চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে। বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়, ‘চীন বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না, তবে কেউ বাণিজ্য যুদ্ধ শুরু করলে তাতে জড়াতে ভয়ও পাবে না।’

এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা চীনের
সম্প্রতি এক ওই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরির পর এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়। এর মধ্যেই বৃহস্পতিবার (২২ মার্চ) ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এ ব্যাপারে জানাশোনা রয়েছে এমন এক সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ১০০টিরও বেশি পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

এ পরিস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করার জন্য যত দ্রুত সম্ভব আলোচনায় বসতে ওয়াশিংটনকে আহ্বান জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর জন্য কোনও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে ‘গুরুতরভাবে ক্ষুণ্ন’ করবে। যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন আশা করে যুক্তরাষ্ট্র তার জায়গা থেকে সরে আসবে, বিচক্ষণ সিদ্ধান্ত নেবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে একটি বিপজ্জনক জায়গায় টেনে নিয়ে যাওয়া থেকে বিরত থাকবে।’  

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের সয়াবিন, বিমান, গাড়ি ও তুলার ওপর আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া ওয়াইন ও আপেলের ওপরও শুল্ক আরোপ হতে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এও যুক্তরাষ্ট্রের সয়াবিন ও গাড়িকে আমদানি শুল্ক আরোপের সম্ভাব্য নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর বদলা হিসেবে কিছু পণ্য রফতানিও বন্ধ করে দিতে পারে চীন। তবে মার্কিন পণ্য বর্জন করা না করার বিষয়টি সাধারণ মানুষদের হাতেই ছেড়ে দেওয়া হবে।

গ্লোবাল টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়, ‘সময় যখন হবে তখন শুধু চীনা সরকারই যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের জবাব দেবে না, চীনের অনেক জনগণ এটাকে জনযুদ্ধে পরিণত করতে চাইবে। বিশ্বাস হচ্ছে না? চেষ্টা করেই দেখো না।’

 

 

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!