X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতের নির্বাচন প্রভাবিত করতেও কাজ করেছে কেমব্রিজ অ্যানালাইটিকা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১৮:০৫আপডেট : ২৪ মার্চ ২০১৮, ০৭:২১

কেমব্রিজ অ্যানালাইটিকার ভারতীয় সহযোগী ওভলেনো বিজনেস ইন্টেলিজেন্সের সহায়তা নিয়েছে কংগ্রেস, বিজেপি ও জনতা দল (ইউ)। রাজনৈতিক প্রচারণায় জনমতকে পাশে পেতে বিতর্কিত কেমব্রিজ অ্যানালাইটিকার সেবা নেওয়া রাজনীতিবিদদের নামও উঠ এসেছে সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,  কংগ্রসের রাহুল গান্ধী, বিজেপি স্মৃতি ইরানীসহ অনেক রাজনীতিবিদের নাম সামনে এসেছে, যারা ওভলেনোর সেবা নিয়েছেন, জানিয়েছে ফার্স্টপোস্ট। জনতা দল (ইউ) যে নিশ্চিতভাবেই কেমব্রিজ অ্যানালাইটিকার ভারতীয় সহযোগী ওবিআইয়ের কাছ  সাহায্য নিয়েছে তা নিশ্চিত করেছেন দলটির নেতা কে সি ত্যাগীর ছেলে অমরিশ। সিএনএন-নিউজ এইট্টিন জানিয়েছে, বিতর্ক ছড়িয়ে পড়ার পর সরিয়ে নেওয়া ওভলেনো বিজনেস ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মোদি ও অরবিন্দ কেজরিওয়ালের ছবি দেওয়া ছিল। কংগ্রেস ও বিজেপিকে তারা তাদের গ্রাহক হিসেবে তালিকাভুক্ত করেছিল। আর আম আদমি পার্টির নাম না থাকলেও ছিল দলটির নেতা অরবিন্দ কেজরিওয়ালের ছবি।

ভারতের নির্বাচন প্রভাবিত করতেও কাজ করেছে কেমব্রিজ অ্যানালাইটিকা

কেমব্রিজ অ্যানালাইটিকার ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, সেখানে তারা নিজেরাই ভারতের নির্বাচন নিয়ে কাজ করার কথ উল্লেখ করেছে। তাদের ভাষ্য, ২০১০ সালের বিহার নির্বাচনে তারা নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেছে। ভাসমান ভোটারদের চিহ্নিত করা এবং দলের প্রতি তাদের তাদের সমর্থন বাড়ানোর কাজ করার দাবি করে কেমব্রিজ অ্যানালাইটিকা লিখেছে, ‘ আমরা যে আসনগুলো নিয়ে কাজ করেছি সেগুলোর মধ্যে থেকে ৯০ শতাংশ আসন পেয়ে আমাদের গ্রাহক বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছিল।’ উল্লেখ্য বিহারের ওই নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি- জেডি (ইউ) জোট ২৪৩টি আসনের মধ্যে ২০৬টি আসন নিয়ে জয়ী হয়েছিল। কেমব্রিজ অ্যানালাইটিকার ভারতীয় শাখা ওভলেনো এক বিবৃতিতে দাবি করেছে, সিএয়ের সঙ্গে জড়িত থাকলেও ফেসবুকের তথ্য নিয়ে তারা কোনও কিছু করেনি। তাদের দাবি, তারা নিছকই একটি জনমত জরিপ সংস্থা।

এদিকে কংগ্রেস ও বিজেপি কেমব্রিজ অ্যানালাইটিকার বিষয়ে একে অপরকে দোষারোপ করছে। বিজেপি বলেছে, ২০১৯ সালের নির্বাচন প্রভাবিত করতে কেমব্রিজ অ্যানালাইটিকার সাহায্যে নিয়ে কংগ্রেস ভারতের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছেন, কেমব্রিজ অ্যানালাইটিকার বিরুদ্ধে যৌনকর্মী ও ঘুষ ব্যবহার করে রাজনীতিবিদের বিপাকে ফেলার এবং ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগ আছে।’ তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, কংগ্রেস চুরি করা তথ্য ও প্রপাগান্ডা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করে। তার অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচন প্রভাবিত করতেই কেমব্রিজ অ্যানালাইটিকার সিইও আলেক্সান্ডার নিক্সের সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। রবি শঙ্করের ভাষ্য, গুজরাট নির্বাচনে ও রাহুল গান্ধীর সামজিক যোগাযোগ মাধ্যমে করা প্রচারণায় কেমব্রিজ অ্যানালাইটিকার সাহায্য নিয়েছে কংগ্রেস। এমন কি মোদি সরকারের সমালোচনা করে ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেকে’ ‘গাব্বার সিং ট্যাক্স’ নামে ডাকার যে চল দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার জন্যও কংগ্রেস সিএর দ্বারস্থ হয়েছে।

বিজেপির আনা অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পক্ষে  রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ‘কংগ্রেস বা এর সভাপতি কোনদিন সিএয়ের কোনও সেবা নেননি। তিনি বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে ২০১০ সালের বিহার নির্বাচনের প্রসঙ্গ সামনে এনেছেন। কংগ্রেসের পক্ষ থকে ওবিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হিমাংশু শর্মার লিংকডইন প্রোফাইলের তথ্য উপস্থাপন করে তারা দেখিয়েছেন, বিজেপির পক্ষে ‘মিশন ২৭২+’ সম্পন্ন করার কথা লিখেছিলেন শর্মা। বৃহস্পতিবার কংগ্রেস আরও জানিয়েছে, বিজেপির সাবেক তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্মৃতি ইরানী টুইটারে কেমব্রিজ অ্যানালাইটিকার অনুসরণকারী ছিলেন। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়ে নির্বাচন প্রভাবিত করার অভিযোগে অভিযুক্ত কেমব্রিজ অ্যানালাইটিকার ওয়েবসাইটে শুধু বিহার নির্বাচনের কথা থাকলেও কংগ্রেসে দাবি করেছে, ঝাড়খান্ড, হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লির নির্বাচনেও বিজেপি সংস্থাটির সহায়তা নিয়েছে। তথ্য সুরক্ষায় ব্যর্থতার দায়ে সমালোচনার মুখে পড়া ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু আখ্যা দিয়ে কংগ্রেস বলেছে, সংবাদ সম্মেলনের বদলে বিজেপির উচিত সিএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। সুত্রঃ সিএনএন-নিউজ এইট্টিন, বিজনেস স্ট্যান্ডার্ড, কেমব্রিজ অ্যানালাইটিকা, ফার্স্টপোস্ট।

/এএমএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়