X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইরানি হ্যাকারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১০:১৬আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১১:২০

বিশ্ববিদ্যালয়ের তথ্য চুরির দায়ে যুক্তরাষ্ট্র ইরানি একটি প্রতিষ্ঠান ও ১০ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, তারা সাইবার হামলা চালিয়ে শত শত বিশ্ববিদ্যালয় থেকে তথ্য চুরি করেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতার সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে তারা এখন ফেরারি আসামি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য চুরির হামলায় তারা ইরান সরকারেরপক্ষ থেকে মদদ দেওয়ার প্রমাণ পেয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ইরানি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ১৪৪টি এবং অন্যান্য দেশের ১৭৬টি বিশ্ববিদ্যালয়ে সাইবার হামলার সঙ্গে জড়িত। 

ইরানি হ্যাকারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাবনা ইন্সটিটিউট নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা ৩১ টেরাবাইট তথ্য চুরি করেছে তারা। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় বলেছে, প্রতিষ্ঠানটি বিশ্ব জুড়ে ৩২০টি বিশ্ববিদ্যালয়ে তথ্য চুরির ঘটনা ঘটিয়েছে। ওই ঘটনায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ১০ জনের মধ্যে ৯ জনের বিরুদ্ধেই পৃথকভাবে প্রাসঙ্গিক অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে মাবনার প্রতিষ্ঠাতাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। সংবাদসম্মেলনে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেন্সটেইন বলেছেন, ‘অভিযুক্তরা এখন আইনের দৃষ্টিতে ফেরারি আসামি।’ তার মতে, অভিযুক্তরা যদি ইরানের বাইরে বের হয়, তাহলে অন্তত ১০০ দেশে বিচারের জন্য তাদের পাঠানো লাগতে পারে।

মাবনা প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা মনে করছেন, তথ্য চুরি করে  ইরানের গবেষণা প্রতিষ্ঠাগুলোকে সহায়তা করার জন্যই মাবনা প্রতিষ্ঠা করে হয়েছিল। মাবনার বিরুদ্ধে  যুক্তরাষ্ট্রের ১৪৪টি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইসরায়েল ও জপাবের মতো ২১টি দেশের আরও ১৭৬টি বিশ্ববিদ্যালয়ে সাইবার হামলা চালিয়ে তথ্য চুরির অভিযোগ রয়েছে। বিশ্বব্যাপী ১ লক্ষ অধ্যাপকের ইমেইল ঠিকানাকে লক্ষ্য করে আক্রমণ চালানোর পর ৮ হাজার ঠিকানার ক্ষেত্রে তারা সফল হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তথ্য চুরির ওই ঘটনা রাষ্ট্রীয় মদদে হওয়া বড় সাইবার হামলাগুলোর একটি, যার বিচার হতে যাচ্ছে।

চুরি হয়ে যাওইয়া তথ্যের বিষয়ে বার্তাসংস্থা এএফপি উদ্ধৃত করেছে রোজেন্সটাইনের মন্তব্য, ‘আইন মন্ত্রণালয় গভীরভাবে বিষয়টির তদন্ত করবে এবং যারা সাইবার হামলা চালিয়ে চুরি করা আমেরিকান বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যবহার করে লাভবান হতে চেয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আনা হবে।’ তার মতে,  যেসব হামলায় বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য চুরি হয়েছে সেগুলোর অনেকগুলোর পেছনেই ছিল ইরান সরকারের মদদ; বিশেষ করে ‘ইরানীয়ান রেভ্যুলেশনারি গার্ড কর্পসের।’ তদন্তকারীরা বলেছেন, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় ও জ্বালানিবিষয়ক নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি জাতিসংঘেও হামলা চালিয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করলেন রিপাবলিকান পার্টির প্রধান
নাভালনির মৃত্যুরাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার কথা ভাবছেন বাইডেন
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা