X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের আরও ১৪ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ২০:৫৭আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২১:০৬

পশুখাদ্য ক্রয় দুর্নীতির চতুর্থ মামলায় ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আরও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার বিশেষ সিবিআই আদালতে তাকে ৬০ লাখ টাকা জরিমানাও করা হয়। ১৯৯০ এর দশকে  বিহারের দুমকা তহবিল থেকে ৩ কোটি ১৩ লাখ রুপি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব

১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। ওই সময়ের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে পশু খাদ্য ক্রয় করার নামে ৯৭০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার রায় ঘোষণা করা মামলায় তার বিরুদ্ধে ১৯৯২-৯৩ সালে সাত লাখ দশ হাজার রুপি বরাদ্দের বিপরীতে ৩৩ কোটি ৬৭ লাখ রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে। তাকে এই ষড়যন্ত্রের মূল কুশিলব হিসেবে চিহ্নিত করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গত জানুয়ারি মাসেও একই ঘটনার আরেক মামলায় লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।  

সিবিআই কৌঁসুলি রাকেশ প্রসাদের বরাত দিয়ে খবরে বলা হয়, সিবিআই বিচারক শিভ পাল সিং এই রায় ঘোষণা করেন। রায়ে ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাকে আলাদা ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ধারাবাহিকভাবে এসব সাজা কার্যকর হবে বলেও রায় দেন বিচারক।

আদালতের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে অ্যাডভোকেট বিষ্ণু শর্মা বলেন, ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় লালু প্রসাদকে ৭ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় তাকে আরও ৭ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একটি সাজা শেষ হওয়ার পর আরেকটি শুরু হবে।

২০১৩ সালের ডিসেম্বরে লালুর বিরেুদ্ধে পশু খাদ্য ক্রয় সংক্রান্ত ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৩৪ আসামির মধ্যে ১১ জন বিচার চলাকালে মারা গেছেন। তাদের মধ্যে একজন দোষ স্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত ১৬ জনের মধ্যে ফুলচাঁদ মণ্ডল, বিক জুলিয়াস ও মহেশ প্রসাদ নামে ভারতীয় প্রশাসনের তিন কর্মকর্তাও রয়েছেন।

 

/আরএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা