X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে লুক্সেমবার্গ

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ১৪:৫৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৫:৪৮

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর রুশবিরোধী পদক্ষেপের ধারাবাহিকতায় যুক্ত হলো লুক্সেমবার্গ। কোনও রুশ কূটনীতিককে বহিষ্কার না করলেও যুক্তরাজ্যের মাটিতে সাবেক রুশ ‍গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে দেশটি। আর মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে বুধবার ডেকেও পাঠিয়েছে লুক্সেমবার্গ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জিন আসেলবর্ন

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালিসবুরির একটি পার্কের কাছ থেকে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটিশ কতৃপক্ষ দাবি করে, স্নায়ু অকেজো করে দেয় এমন বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে ১৪ মার্চ (বুধবার)২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেন। ২৬ মার্চ (সোমবার)যুক্তরাষ্ট্রে কর্মরত ৬০জন কূটনীতিককে বহিষ্কার করে ট্রাম্প প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সিয়াটলের রুশ কনস্যুলেট। এর ধারাবাহিকতায় জার্মানি, ফ্রান্সসহ ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্র শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। ইতোমধ্যে মস্কোর সংশ্লিষ্টতার অভিযোগে ১৪৬ রুশ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ২৪টি দেশ।

ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত ছোট দেশ লুক্সেমাবার্গ কোনও রুশ কূটনীতিককে বহিষ্কার করেনি। তবে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ দেশ হিসেবে তারা রুশ দ্বৈত গুপ্তচরের হত্যাচেষ্টার ঘটনায় প্রতিক্রিয়া দেখালো। ইইউ’র অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।

লুক্সেমবার্গের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লুক্সেমবার্গ সরকার এই হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার জন্য রুশ সরকার দায়ী ও আর কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই বলে যুক্তরাজ্যের বিশ্লেষনের সঙ্গেও তারা একমত।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী জিন আসেলবর্ন পরামর্শের জন্য মস্কোতে নিযুক্ত লুক্সেমবার্গের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

/আরএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা