X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা আরব লিগের

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৮, ১৯:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৯:৫১

ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে আরব লিগ। মঙ্গলবার এ ঘটনায় কায়রোতে সংস্থাটির এক জরুরি বৈঠক থেকে এ নিন্দা জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা আরব লিগের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে আরব লিগের সহকারী মহাসচিব সাঈদ আবু আলী বলেন, নিরস্ত্র মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজার মানুষ। এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের ওপর বর্তায়। এ ঘটনায় আজ আমরা এখানে মিলিত হয়েছি।

এর আগে রবিবার আরব লিগকে এই বৈঠকে বসার আহ্বান জানায় ফিলিস্তিন। কায়রোতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দিয়াব আল লুহ বলেন, ‘পদযাত্রার বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের’ বিরুদ্ধে বৈঠকে বসা জরুরি।

মঙ্গলবার আরব লিগের জরুরি বৈঠকে দিয়াব আল লুহ বলেন, ফিলিস্তিনিদের ওপর ‘জঘন্য অপরাধযজ্ঞ’ চালাতে ইসরায়েলকে উসকানি দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো ওই হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে একটি বিশেষ কমিশন গঠনের আহ্বান জানান কায়রোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

১৯৭৬ সাল থেকে প্রতিবছর ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ৩০ মার্চকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে আসছেন ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। গত ৩০ মার্চ দিবসটি পালনের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের জমায়েতে হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের বিক্ষোভে গুলি চালিয়ে তারা ১৭ ফিলিস্তিনিকে হত্যা করে। গুলিবিদ্ধ হন সাড়ে সাত শতাধিক ফিলিস্তিনি। আহত হয় দেড় সহস্রাধিক মানুষ। এই হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের স্মরণে শনিবার জাতীয় শোক পালন করে ফিলিস্তিনিরা। এদিন আমৃত্যু ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখার অঙ্গীকার করে স্বাধীনতাকামী এই জাতি।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক ফেডেরিকা মোঘেরিনি এই হত্যাযজ্ঞের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি দখলদার সন্ত্রাসী। ফিলিস্তিনি ভূখণ্ডে তিনি একজন দখলদার হিসেবেই অবস্থান করছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল যা করছে তা ইতিহাসের অংশ হবে এবং আমরা তা কখনও ভুলবো না।’

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা