X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চীনের বিরুদ্ধে আরও ১০০০০ কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ০৯:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৩:১০
image

বাণিজ্য নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই চীনের বিরুদ্ধে নতুন করে ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।  বৃহস্পতিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ ব্যাপারে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শত শত চীনা পণ্যের ওপর ৫০০০ কোটি ডলার শুল্ক আরোপের বিদ্যমান প্রস্তাবের সঙ্গে নতুন করে নির্দেশিত শুল্ক যুক্ত হবে।

চীনা পণ্য
সম্প্রতি এক ওই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরির পর এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়। এর মধ্যেই ২২ মার্চ ৫০০০ কোটি ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন।

দুই দেশের পাল্টাপাল্টি এ পদক্ষেপ ঘোষণার মধ্যে বৃহস্পতিবার (৫ এপ্রিল) একটি বিবৃতি দেন ট্রাম্প। বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নিজেদের অসদাচরণ শুধরানোর বদলে চীন আমাদের কৃষক ও উৎপাদনকারীদের ক্ষতি করতে চাইছে। চীনের এ ধরনের অন্যায্য প্রতিশোধমূলক ব্যবস্থার জবাবে আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের নির্দেশ দিয়েছি, তারা যেন শুল্ক আরোপের ব্যাপারে বিবেচনা করেন। ৩০১ ধারার আওতায় ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপ যথার্থ হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা করে। যদি তা যথার্থ হয় তবে কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করতে হবে তাও নির্ধারণ করতে বলেছি।’

যুক্তরাষ্ট্রের কৃষক ও কৃষি সংশ্লিষ্ট স্বার্থের সুরক্ষায় একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

 

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী