X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতির মামলায় আদালতে জ্যাকব জুমা

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ১৬:৪০আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৬:৪৮

দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে শুক্রবার তার বিরুদ্ধে ১৯৯০ দশকের আড়াই বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তিতে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গঠিত হয়েছে। ডারবানের উচ্চ আদালতে ১৫ মিনিটের হাজিরা শেষে মামলার শুনানী আগামী ৮ জুন পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

আদালতে জ্যাকব জুমা

২০১৯ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও চলতি বছরের প্রথম দিকে দলের অভ্যন্তরে চাপের মুখে পড়ায় প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে বাধ্য হন জুমা। এর আগে ফরাসি অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের ডিসেম্বরে দলের সভাপতির দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হলে দলের শীর্ষ কোনও পদে না থেকেও প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছিলেন জুমা। পরে তার ওপর পদত্যাগের চাপ জোরালো হতে থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি, অর্থ পাচার, জালিয়াতিসহ মোট ১৬ টি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

শুনানী শেষে বেরিয়ে সমর্থকদের সঙ্গে জমুা

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন  জন্য ৭৫ বছর বয়সী জুমা। শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার সময়ও শহরে বিক্ষোভ দেখিয়েছেন তার সমর্থকরা। শুনানী শেষে সমর্থকদের জমায়েতের উদ্দেশ্যে রাখা বক্তব্যে জুমা বলেন, কেউ কেউ এমন আচরণ করছে যেন মনে হচ্ছে যেন আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি নির্দোষ। পরে সমর্থকদের সঙ্গে নাচ ও গানে শামিল হন তিনি।

জ্যাকব জুমা ও তার আইনজীবীরা মনে করেন, তার বিরুদ্দে আনা অভিযোগগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

 

/জেজে/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া