X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাসায়নিক হামলার জন্য আসাদকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ২০:০০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:১৭

সিরিয়ায় আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসাদকে জন্তু হিসেবেও আখ্যায়িত করেন তিনি। টুইটারে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সিরিয়ায় অমানবিক রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনীর হাত অবরুদ্ধ এলাকায় এই নৃশংসতা চালানো হয়েছে। ফলে বাইরের দুনিয়ার সেখানে প্রবেশের কোনও সুযোগ নেই।’

রাসায়নিক হামলার জন্য আসাদকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প ট্রাম্প লিখেছেন, ‘জন্তু আসাদকে পৃষ্ঠপোষকতার জন্য দায়ী হচ্ছেন প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া ও ইরান। চড়া মূল্য দিতে হবে।’

আসাদ বাহিনীর ওই হামলার তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য। হামলার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো জোটের সদস্য তুরস্ক। এ ঘটনায় আসাদ সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে আঙ্কারা। পশ্চিমা দুনিয়াকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

এদিকে আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় প্রাণহানির মুখে সিরিয়ার পূর্ব ঘৌটার দৌমা শহর ছাড়তে রাজি হয়েছে আসাদবিরোধী বিদ্রোহীরা। তবে এজন্য নিজেদের বন্দিদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে জয়েশ আল ইসলাম নামের বিদ্রোহী দলটি।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে বিদ্রোহীদের শহরটি ছেড়ে যাওয়ার শর্ত হিসেবে দৌমা থেকে গ্রেফতারকৃত তাদের সব বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের ৪৮ ঘণ্টার মধ্যে দৌমা ছেড়ে তুরস্ক সীমান্তবর্তী জারাবলুস শহরে চলে যেতে হবে।

বিদ্রোহীদের কাছ থেকে অবশ্য এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে দৌমা শহরে আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলার মধ্যেই সেখানে ফের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, আসাদবিরোধী জয়েশ আল ইসলাম সমর্থিত বিদ্রোহীদের শহরটি থেকে উৎখাত করা হবে। এ লক্ষ্যে রবিবার সেখানে অভিযান শুরু করবে রাশিয়া।

রাসায়নিক হামলার জন্য আসাদকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

বিদ্রোহীরা সরকারি বাহিনীকে আলোচনার আহ্বান জানিয়েছে, আসাদ বাহিনীর এমন বক্তব্যের পরই সেখানে নতুন করে অভিযান চালানোর ঘোষণা দিলো রাশিয়া। ইতোপূর্বে নিরাপদে শহরটি ছেড়ে যাওয়ার রুশ আহ্বান প্রত্যাখ্যান করেছিল বিদ্রোহীরা।

সিরিয়ায় রাশিয়ার পিস অ্যান্ড রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল ইউরি ইয়েভতুশেঙ্কো। তিনি বলেন, রবিবার শত্রুভাবাপন্ন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

এর আগে গত শুক্রবার ও শনিবার দৌমা শহরে আসাদ বাহিনীর বিমান হামলায় ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা বিষাক্ত রাসায়নিক হামলার শিকার বলে প্রতীয়মান হচ্ছে।

পূর্ব ঘৌটায় ২০১১ সালে প্রথম সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এটাই ছিল বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি। গত এক মাসের লাগাতার হামলার পর সেখান থেকে পালানো শুরু করে বিদ্রোহীরা। ১৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করা আসাদ বাহিনী এলাকাটিতে বিদ্রোহীদের প্রতিরোধ প্রচেষ্টাকে তিন অংশে বিভক্ত করে দেয়। তাদের হামলায় তখন প্রায় ১ হাজার ৬০০ মানুষ নিহত হন। সূত্র: রয়টার্স, আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ