X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে বাইবেল স্টাডি গ্রুপ!

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ২২:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২২:৪০

হোয়াইট হাউসের গত ১০০ বছরের ইতিহাসে এই প্রথম একটি 'বাইবেল অধ্যয়ন চক্র' প্রতিষ্ঠিত হয়েছে। কারা এই চক্রের সদস্য? সেখানে তারা কী করেন? এই চক্রের কাজকর্ম সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব কি? ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলন কক্ষে প্রতি বুধবার বসে এই বাইবেল অধ্যয়ন চক্রের গোপন বৈঠক। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কিছু মানুষ এর সদস্য। সেখানে তারা ঈশ্বর সম্পর্কে আলোচনা করেন।

হোয়াইট হাউসে প্রার্থনারত প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং অন্যান্যরা। এই বৈঠকটি কোথায় হয়, সেটি প্রকাশ করা নিষেধ। মার্কিন গোয়েন্দা দফতর চায় না এটি প্রকাশ পাক। তবে সদস্যরা জানেন, তাদের কোথায় যেতে হবে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর সদস্য। শিক্ষামন্ত্রী বেটসি ডেভস, জ্বালানিমন্ত্রী রিক পেরি, অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স- এরাও আছেন এই অধ্যয়ন চক্রে। তালিকায় আরও অনেকের নাম আছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের কেবিনেটের অন্তত ১০ জন ক্ষমতাধর ব্যক্তি এর সদস্য। সবাই যে সব বৈঠকে থাকেন তা নয়। কারণ তারা সবাই ব্যস্ত মানুষ। কিন্তু যার যখন সময় হয় তখন হাজির হন সাপ্তাহিক বৈঠকে। প্রতিটি বৈঠক চলে এক থেকে দেড় ঘন্টা ধরে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী এই গ্রুপটির নেতৃত্বে কে? এই নেতার নাম র‍্যালফ ড্রলিংগার। সাত ফুট লম্বা এই ব্যক্তি আগে ছিলেন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। এখন তিনি ধর্মযাজক।

র‍্যালফ ড্রলিংগার বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে। ছোটবেলায় তিনি মোটেই ধর্মপ্রাণ ছিলেন না। তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী মাত্র এক ডজন বার হয়তো চার্চে গেছেন ছোটবেলায়। বাইবেলও খুব বেশিদূর পড়া হয়নি। তার ভাষায়, ‘আমি সবসময় প্রতিজ্ঞা করতাম যে আমি এটি পড়বো। কিন্তু পড়ে কিছু বুঝতে পারতাম না।’ স্কুলের শেষ ক্লাসে একদিন কেউ একজন তাকে বাইবেল ক্লাসে আমন্ত্রণ জানায়। সেখানে গিয়ে জীবন পাল্টে যায় র‍্যালফ ড্রলিংগারের। বাড়ি গিয়ে তিনি ভালো করে বাইবেল পড়া শুরু করলেন। বাস্কেটবল ছেড়ে ধর্ম-কর্মে মন দিলেন। বাস্কেটবল খেলোয়াড় থেকে তিনি হয়ে গেলেন ধর্মযাজক। ১৯৯৬ সালে তিনি যোগ দিলেন রাজনীতিতে। তার হোয়াইট হাউসে পৌঁছানোর যাত্রা শুরু তখন থেকে।

র‍্যালফ ড্রলিংগার যে বাইবেলের ক্লাস চালান, তা বেশ কঠিন। বাইবেলের প্রতিটি লাইন ধরে তার এই স্টাডি গ্রুপে আলোচনা হয়। এই বাইবেল অধ্যয়ন কর্মসূচি এতোটাই সফল যে এখন ৪৩টি অঙ্গরাজ্যে এর কার্যক্রম চলে। প্রতিটি বাইবেল স্টাডি সার্কেলের প্রধান হচ্ছেন একজন স্থানীয় যাজক। এর কোনটিরই নেতৃত্বে নেই কোনও নারী। কেন? র‍্যালফ ড্রলিংগার দাবি করছেন, রাষ্ট্র, ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে নারীদের নেতৃত্বে কোনও বাধা দেওয়ার কথা নেই বাইবেলে। তবে বিয়ে এবং চার্চে নারী নেতৃত্ব নিষিদ্ধ। এক্ষেত্রে বাইবেলের বিধান খুব স্পষ্ট। এর মানে এই নয় যে নারী কম গুরুত্বপূর্ণ।

স্ত্রী ড্যানিয়েলার সঙ্গে র‍্যালফ ড্রলিংগার র‍্যালফ ড্রলিংগারের বাইবেল অধ্যয়ন চক্র ২০১০ সালে ওয়াশিংটন ডিসিতে তাদের কার্যক্রম শুরু করে। তাদের কার্যক্রম এখন বেশ বিস্তৃত। কেবল প্রতিনিধি পরিষদেরই ৫০ জন সদস্য এই স্টাডি গ্রুপের সঙ্গে জড়িত। সিনেটে আছে তাদের চার সদস্য। ট্রাম্পের মন্ত্রিপরিষদেও রয়েছেন এই গ্রুপের সদস্যরা।

র‍্যালফ ড্রলিংগার বেশ গর্বভরেই বললেন, আমাদের সিনেট এবং হাউস বাইবেল স্টাডি গ্রুপের লোকজন থেকেই ট্রাম্প তার কেবিনেটে লোক নিতে শুরু করেন। এজন্যে তিনি অবশ্য কৃতিত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। তার মতে, পেন্স জানেন কারা দৃঢ়ভাবে ঈশ্বরে বিশ্বাসী।

সেকুলার মিডিয়া তাদেরকে যেভাবেই দেখুক, র‍্যালফ ড্রলিংগার হোয়াইট হাউসের এই বাইবেল স্টাডি গ্রুপ নিয়ে বেশ উৎসাহী। তার ভাষায়, ‘জেফ সেশন্স, টম প্রাইস- এরাই বললো, একটা কেবিনেট বাইবেল স্টাডি গ্রুপ শুরু করা যাক। গত ১০০ বছরের মধ্যে হোয়াইট হাউসে এটাই প্রথম কোন বাইবেল স্টাডি গ্রুপ বলে আমার বিশ্বাস।’

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলেও একটি বাইবেল স্টাডি গ্রুপ ছিল। কিন্তু সেটি ছিল তার প্রশাসনের নিচের স্তরের কর্মকর্তাদের। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই বাইবেল স্টাডি গ্রুপের সদস্য নন। কিন্তু তিনি নিয়মিত র‍্যালফ ড্রলিংগারের কাছ থেকে আট পৃষ্ঠার পাঠ পান।

র‍্যালফ ড্রলিংগার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ওই প্রিন্ট করা বাইবেল স্টাডিজ নোটের মধ্যেই চিঠি লিখে পাঠান। তিনি আমাকে আরও অনেক দূর যেতে হবে বলে উৎসাহ দেন।’

জ্বালানিমন্ত্রী রিক পেরি এবং কৃষিমন্ত্রী সনি পারডু বাইবেল স্টাডি গ্রুপের সদস্য। এরা র‍্যালফ ড্রলিংগারকে তাদের গুরু মানেন। র‍্যালফ ড্রলিংগার এবং তার বাইবেল স্টাডি গ্রুপের সদস্যদের মতে, সমকামিতা এবং একই লিঙ্গের মানুষের মধ্যে বিয়ে ঈশ্বরের দৃষ্টিতে অবৈধ। তারা পুঁজিবাদের পক্ষে। ধর্মগ্রন্থে এর পক্ষেই বলা হয়েছে। কমিউনিজমের বিপক্ষে তারা। বাইবেল থেকেই যদি রাজনীতিকদের শিক্ষা নিতে হয়, তাহলে সমকামীদের কি মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ? র‍্যালফ ড্রলিংগার বলেন, ওল্ড টেস্টামেন্টের সব কিছু যে মানতে হবে তা নয়। এটা করা হয়েছিল প্রাচীন ইসরায়েলের জন্য। এটা এখনকার চার্চের জন্য নয়।

র‍্যালফ ড্রলিং নিজেকে তুলনা করলেন রেস্টুরেন্টের একজন ওয়েটারের সঙ্গে। তার ভাষায়, ‘আমি শুধু ঈশ্বরের কথা পরিবেশন করছি, যা তিনি বাইবেলে প্রকাশ করেছেন।’

র‍্যালফ ড্রলিংকার অবশ্য ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, চার্চ এবং রাষ্ট্র আলাদা থাকা উচিৎ। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক লেখায় র‍্যালফ ড্রলিংগার এবং তার অনুসারীদের 'খ্রিষ্টান জাতীয়তাবাদী' বলে বর্ণনা করেছিল। এর তীব্র প্রতিবাদ জানান তারা। কেন তাদের এ নিয়ে আপত্তি? র‍্যালফ ড্রলিংগার বলেন, ‘এর মানে দাঁড়ায় এমন, আমি যেন গোপনে মন্ত্রীদের সঙ্গে দেখা করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছি। আমরা যেন ধর্মরাষ্ট্র কায়েমের চেষ্টায় রত।’ কিন্তু মন্ত্রিসভার সদস্যদের জন্য বাইবেল স্টাডি গ্রুপ তো আসলে তা-ই। রাষ্ট্র আর ধর্মকে কি এখান এক করে ফেলা হচ্ছে না? র‍্যালফ ড্রলিংগারের যুক্তি, তিনি রাষ্ট্র আর ধর্মকে প্রাতিষ্ঠানিকভাবে আলাদা রাখার পক্ষে। কিন্তু এর প্রভাব আলাদা করার পক্ষে নন।

এই যাজক বলেন, ‘পরিবার, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা—যে প্রতিষ্ঠানের কথাই বলুন, এগুলো সঠিকভাবে পরিচালনার জন্য ঈশ্বরের বাণীর দরকার আছে।’ র‍্যালফ ড্রলিং দাবি করছেন, তিনি কখনও তার সদস্যদের বলেন না কিভাবে ভোট দিতে হবে, সরকারের কোন নীতি অবলম্বন করতে হবে।

এই যাজক নিজেকে 'রক্ষণশীল রিপাবলিকান' হিসেবে বর্ণনা করেন। তিনি পরিবেশবাদীদের বিরুদ্ধে। গত নির্বাচনে তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক। তার বাইবেল স্টাডি গ্রুপ থেকে তিনি যেসব নীতির কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি তার সব বাস্তবায়ন করছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার 'নীলনকশা' অনুযায়ী চলছেন, সেটা মনে করেন না তিনি।

প্রতি সপ্তাহে যখন তিনি ওয়াশিংটনে এসে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের বাইবেল পড়ান, তখন তার কেমন অনুভূতি হয়? উত্তরে বললেন, ‘একটা আবেগ আমার মধ্যে কাজ করে। সেটি হচ্ছে, বুঝতেই পারছেন, নিজেকে মোজেসের মতো মনে হয়। আমি ছিলাম ভাঙ্গা হাঁটুওয়ালা একজন অ্যাথলেট মাত্র। কিন্তু আজ আমি এই অবস্থানে এসেছি। একমাত্র ঈশ্বরই এটা করতে পারেন। আমার আবার এই কথাটাও মনে হয়, গত ২১ বছর ধরে ঈশ্বরের বাণী ছড়িয়ে দেয়ার অভিজ্ঞতা আমার আছে। আমার মনে হয় এই বিশ্বে আমিই সবচেয়ে যোগ্য মানুষ।’ সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!