X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এফবিআইয়ের তল্লাশির ঘটনায় মুলারকে বরখাস্তের পথ খুঁজছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ১০:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১০:৪৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী কর্মকর্তা রবাট মুলারকে বরখাস্তের উপায় খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের কার্যালয়ে এফবিআই-এর তল্লাশির পর মুলারের ব্যাপারে ক্ষুদ্ধ হন ট্রাম্প। হোয়াইট হাউসের আইনজীবীদের কাছ থেকেও এ ব্যাপারে পরামর্শ নিয়েছেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত মুলারকে সরিয়ে দেওয়া সহজ হবে না বলে প্রতীয়মান হচ্ছে। দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এফবিআইয়ের তল্লাশির ঘটনায় মুলারকে বরখাস্তের পথ খুঁজছেন ট্রাম্প হোয়াইট হাউসের আইনজীবী টাই কোব ও ডোনাল্ড ম্যাকঘান ট্রাম্পকে বলেছেন, প্রেসিডেন্ট নিজে মুলারকে বরখাস্ত করলে তিনি দুর্বল হয়ে পড়তে পারেন। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রনেনস্টেইনকে তা করার নির্দেশ দিতে পারেন তিনি।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, বিচার বিভাগের ডেপুটি এটর্নি জেনারেল রড রনেনস্টেইনের একমাত্র ট্রাম্পের কাছে আবদেন ছাড়া মুলারকে বরখাস্তের সুযোগ রয়েছে। নির্বাহী বিভাগের যে কাউকে বরখাস্ত করতে পারেন তিনি।

ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের কার্যালয়ে সোমবাররে অভিযানের পর হোয়াইট হাউসের আইনজীবীরা ট্রাম্পকে এই পরামর্শ দেন। তবে তারা ট্রাম্পকে সেভাবে প্রভাবিত করতে পারেননি বলেই প্রতীয়মান হচ্ছে।

সহকারীরা বলছেন, তল্লাশির ঘটনায় মঙ্গলবার ফুঁসে ছিলেন ট্রাম্প। তবে তিনি কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।

রয়টার্স বলছে, হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর হোপ হিকসের মতো সহকারীদের চলে যাওয়ার ক্ষেত্রে এসব আইনজীবীদের পরামর্শ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে এসব বিষয়ে হোয়াইট হাউসের আইনজীবী টাই কোব ও ডোনাল্ড ম্যাকঘান কেউই রয়টার্সের কাছে মন্তব্য করতে রাজি হননি। দুই আইনজীবীর প্রচেষ্টা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি হোয়াইট হাউস।

২০১৬ সালের যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে ভুয়া খবর ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে তদন্ত করছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। এই তদন্তকে উইচ হান্ট বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষী সাব্যস্ত করার পাঁয়তারা বলে মন্তব্য করে আসছেন ট্রাম্প। রাশিয়া এবং ট্রাম্প দুই পক্ষই কোনও ধরনের ভুল কাজ করে আসার অভিযোগ অস্বীকার করছে।

ডেমোক্র্যাটিক সিনেটর ও সাবেক ফেডারেল প্রসিকিউটর রিচার্ড ব্লুমেন্থাল এমএসএনবিসিকে বলেছেন ওই তল্লাশি অভিযান ছিল ভূমিকম্পের মতো। এফবিআইয়ের এই অভিযান সন্দেহভাজন কোনও অপরাধ ঘটার ইঙ্গিত দেয় বলেও জানান তিনি।

মার্কিন কংগ্রেসের সিনিয়র সদস্যরা বরাবরই মুলারকে বরখাস্ত না করতে ট্রাম্পকে আহ্বান জানিয়ে আসছেন। সমালোচকরা বলছেন, মুলারকে বরখাস্তের যে কোনও চেষ্টা তদন্তে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে।

সোমবারের তল্লাশির পর মুলারকে বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, দেখা যা কী হয়।

এই বিষয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবারের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, তিনি মনে করেন তার এটা করবার ক্ষমতা রয়েছে।

/জেজে/এমপি/
সম্পর্কিত
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
সর্বশেষ খবর
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা