X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে দুর্ঘটনার দায়ে মার্কিন দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

পাকিস্তানের মার্কিন দূতাবাসে কর্মরত যে কূটনীতিক গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিলেন, পাকিস্তানে তার বিচার করা না হলে যুক্তরাষ্ট্রে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও অপর একজনের আহত হওয়ার ওই ঘটনায় মার্কিন কর্মকর্তা কর্নেল জোসেফ ইমানুয়েলকে দায়ী করা হয়েছে। তিনি মার্কিন দূতাবাসে ডিফেন্স এটাচে হিসেবে কর্মরত। দুর্ঘটনার আগে তাকে ট্রাফিকের লাল বাতি উপেক্ষা করে গাড়ি চালাতে দেখা গেছে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে। ইসলামাবাদের দামান-ই-কোহ এলাকাতে ওই দুর্ঘটনা ঘটেছিল গত শনিবার।

পাকিস্তানে দুর্ঘটনার দায়ে মার্কিন দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

পাকিস্তানের সংবাদপত্র ডন লিখেছে, মার্কিন কর্তৃপক্ষ যদি কূটনৈতিক দায়মুক্তির সুযোগে পাকিস্তানের তার বিচার নাও হতে দেয়, সেক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চালানো হবে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত মার্কিন কর্মকর্তা হলকে গ্রেফতার ও আটক করে রাখার ক্ষেত্রে কূটনৈতিক দায়মুক্তির বিষয়টি কার্যকর হলেও, তার বিরুদ্ধে আদালতে যেতে বাধা নেই। এটা এখন পাকিস্তানের মার্কিন দূতাবাসের সিদ্ধান্তের বিষয়, তারা পাকিস্তানের আদালতে আইনি কার্যক্রম চালানোর বিষয়ে রাজি হবে না কি যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।

পাকিস্তানের পুলিশ মামলা দায়ের করে ফেলেছে এবং সংশ্লিষ্ট নথি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। আর তারা সেটা মার্কিন দূতাবাসে পাঠিয়েছে তাদের সিদ্ধান্তের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিন জানিয়েছে, কূটনৈতিক দায়মুক্তির জন্য যে পদ্ধতি রয়েছে তা অনুসরণ করেনি পাকিস্তান পুলিশ।

কূটনৈতিক দায়মুক্তি আছে এমন ব্যক্তি কোন কারণে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার মুখে পড়লে তাকে প্রথমে তার দায়মুক্তি থাকার কথা জানাতে হয়। তারপর পুলিশ সেই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। সেখান থেকে সংশ্লিষ্ট দূতাবাসের কাছে ওই ব্যক্তির বিষয়ে জানতে চাওয়া হয়। তারপর দেশটির রাষ্ট্রদূতের লিখিতভাবে নিশ্চিত করার কথা যে ওই ব্যক্তির কূটনৈতিক দায়মুক্তি রয়েছে। এই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে। সেখান থেকে সংশ্লিষ্ট থানা আদেশ পেলে ছেড়ে দেয় কূটনৈতিক দায়মুক্তি থাকা ব্যক্তিকে। কিন্তু মার্কিন কর্মকর্তার ক্ষেত্রে এই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দুর্ঘটনার পর কর্নেল জোসেফ ইমানুয়েল হলকে কোহসার থানায় নিয়ে যাওয়ার পর সেখান থেকেই তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও পুলিশ দাবি করেছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিল।

এপ্রিলের ৭ তারিখ হওয়া ওই দুর্ঘটনায় হলের গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এতে নিহত হন আতিক বেগ। মৃত্যুর সময় তার বয়স ছিল ২২ বছর। মূলত মাথায় আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। অপর আরোহী তার আত্মীয়। আহত হওয়া ওই ব্যক্তির নাম রাহিল আহমেদ।

যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িটি যখন রাস্তা পার হচ্ছিল, তখন রাস্তায় লাল আলো জ্বলছিল। অর্থাৎ গাড়িটির তখন রাস্তা পার হওয়ার কথা ছিল না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল টুইটারে লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সংশ্লিষ্টতা থাকা যে মর্মান্তিক দুর্ঘটনাটিতে একজনের মৃত্যু হয়েছে তাতে স্পষ্টতই ট্রাফিক আইন ভঙ্গ হতে দেখা গেছে।’

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না