X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
সাবেক এফবিআই প্রধানের স্মৃতিকথা

ট্রাম্প মাফিয়া ডন, আত্মবিশ্বাসহীন, সত্যবিমুখ, নীতিহীন: জেমস কমি

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ২৩:৩৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০০:৩৫

এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি ‘এ হায়ার লয়ালিটি: ট্রুথ, লাইস অ্যান্ড লিডারশিপ’ শিরনামের স্মৃতিকথা লিখেছেন, যা প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই বইটি হাতে পেয়েছেন এমন সূত্রগুলো বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কমি ট্রাম্পের বিষয়ে বিস্ফোরক অনেক মন্তব্য করেছেন তার স্মৃতিকথায়। কমির মূল্যায়ন,  ট্রাম্প একজন আত্মবিশ্বাসহীন মানুষ যিনি অহংবোধের দ্বারা চালিত। স্মৃতিকথার এক স্থানে তিনি লিখেছেন, ট্রাম্পকে ‘মাফিয়া ডন’ মনে হয় তার। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, ট্রাম্পকে একজন সত্যবিমুখ ও নীতিহীন নেতা হিসেবে মূল্যায়ন করেছেন জেমস কমি। আর কমির প্রকাশিতব্য বইয়ে লেখা এসব কথা কানে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি জেমস কমিকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত করেছিলেন। বিবিসি ট্রাম্পের টুইটারে লেখা মন্তব্যকে 'অনলবর্ষী' আখ্যা দিয়েছে।

ট্রাম্প মাফিয়া ডন, আত্মবিশ্বাসহীন, সত্যবিমুখ, নীতিহীন: জেমস কমি

জেমস কমি একসময় সংগঠিত অপরাধীদের দল গ্যাম্বিনো পরিবারের বিষয়ে তদন্ত করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি ‘এ হায়ার লয়ালিটি: ট্রুথ, লাইস অ্যান্ড লিডারশিপ’ বইতে লিখেছেন, মাফিয়া পরিবারের ডনের মতোই আচরণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্টের সঙ্গে দেখা হওয়ার পর তার ওই মাফিয়া পরিবারের কথা মনে পড়ে গিয়েছিল। ট্রাম্পের মধ্যে একটি একরোখা ‘যুক্তরাষ্ট্র বনাম বিশ্ব’ চিন্তা প্রক্রিয়া কাজ করে। তার সঙ্গে কাজ করা আর মাফিয়া ডনের দলে কাজ করা একই রকম; যেখানে ‘সব কিছু বসের নিয়ন্ত্রণে। চারপাশে সব অনুগতের দল, যারা আনুগত্যের শপথে বাঁধা।’

 এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি লিখেছেন, তিনি কখনও ট্রাম্পকে প্রাণ খুলে হাসতে দেখেননি। কমির কাছে মনে হয়েছে সেটা তার ভেতরে থাকা গভীর আত্মবিশ্বাসহীনতারই প্রমাণ। ঝুঁকি নিতে না চাওয়া বা তাকে নিয়ে অন্যদের রসিকতাকে খোলা মনে মেনে নিতে না পারারই চিহ্ন সেটি। ট্রাম্পকে নিয়ে তার মূল্যায়ন উদ্ধৃত হয়েছে বিবিসির প্রতিবেদনে, ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ‘অনৈতিক, সত্যবিমুখ ও প্রাতিষ্ঠানিক রীতিনীতিবিরুদ্ধ’ এবং তার নেতৃত্ব ‘ব্যক্তিগত অহংবোধের দ্বারা চালিত যা এক হাতে দাও, আরেক হাতে নাও প্রকৃতির।’

 কমি লিখেছেন, ট্রাম্প তার সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছিলেন। সে জন্য এটর্নি জেনারেল জেফ সেশনস কক্ষের বাইরে চলে গিয়েছিলেন। যেহেতু একান্তে কথা বলার ওই সুযোগ পেয়েই ট্রাম্প কমিকে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার বিষয়ে চলমান তদন্ত থামিয়ে দিতে বলার সুযোগ পেয়েছিলেন, সেহেতু এটর্নি জেনারেলের ওপর ক্ষোভ হয়েছিল কমির। তার ভাষ্য, সেশনসের উচিত ছিল সেখানে উপস্থিত থাকা যাতে প্রেসিডেন্ট গোপনে এমন অন্যায় আদেশ দিতে না পেরেন। এটর্নি জেনারেল জেফ সেশনসকে তার ক্ষোভের কথা জানিয়েছিলেন। কিন্তু সেশনসের অভিব্যাক্তি দেখে তিনি বুঝতে পেরেছিলেন, ট্রাম্পের বিষয়ে তিনি কোনও সাহায্য করতে পারবেন না।

 সিএনবিসি জানতে পেরেছে, কমির স্মৃতিকথায় তার সঙ্গে জন কেলির কথোপকথনের বিষয়েও লেখা হয়েছে। কমিকে যখন ট্রাম্প বরখাস্ত করেছিলেন তখন কেলি হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ছিলেন। তাকে বরখাস্তের প্রতিবাদে কেলি পদত্যাগ করতে চাইলে কমি তাকে নিরস্ত করেন। কমি লিখেছেন, ‘আমি তাকে বোঝালাম, দেশের প্রয়োজনে এই প্রেসিডেন্টের চারপাশে আদর্শবাদী কিছু মানুষের থাকা উচিত।’

জেমস কমি প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় ছাড়িয়ে গিয়ে ট্রাম্পের শারীরিক বৈশিষ্ট্যের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘তার মুখ কিছুটা কমলা রঙের দেখতে। তার চোখের নিচে যে অর্ধচন্দ্রাকৃতির সাদা দাগ তা খুব সম্ভবত ছোট রোদ চশমা ব্যবহারের কারণেই হয়েছে।’ তার ভাষ্য, কাছ থেকে দেখলে বোঝা যায় দৃষ্টিনন্দনভাবে আঁচড়ানো ট্রাম্পের সোনালী চুলগুলো আসল। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা ট্রাম্পকে টিভিতে যতটা লম্বা দেখায় আসলে তিনি ততটা লম্বা নন, ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা কমি লিখেছেন তার স্মৃতিকথায়। তার কাছে ট্রাম্পের হাতকে ছোট মনে হলেও অস্বাভাবিকও লাগেনি।

জেমস কমির স্মৃতিকথায় তাকে নিয়ে করা মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, জেমস কমি একজন প্রমাণিত মিথ্যাবাদী। সরকারের প্রায় সবাই মনে করত তাকে তার কৃতকর্মের জন্য তাকে বের করে দেওয়া উচিত; তাকে বের করে দেওয়াও হয়েছে। তিনি গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন, যে জন্য তার বিচার হওয়া উচিত। তিনি কংগ্রেসের কাছে মিথ্যা সাক্ষ্য দিয়ে শপথভঙ্গ করেছেন। তিনি একজন দুর্বল, মিথ্যাবাদী, ইতর যিনি এফবিআইয়ের একজন চরম অযোগ্য পরিচালক ছিলেন। দুষ্ট হিলারি ক্লিন্টনের মামলাটি নিয়ে তিনি শেষ পর্যন্ত যা করেছেন তা ইতিহাসের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে টিকে থাকবে। তাকে বরখাস্ত করাটা আমার অনেক ভালো একটি সিদ্ধান্ত ছিল।’

ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউসের অনেকে মিলে প্রতিবাদ জানিয়েছেন। তারা লাইং কমি ডট কম নামের একটি ওয়েবসাইটও চালু করেছেন। ওয়েব সাইটটিতে কমির দেওয়া বক্তব্যের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকরা কমির যুক্তি খণ্ডন করছেন এবং তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক