X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ছদ্মবেশধারীদের হামলা

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

সন্ত্রাসীরা শান্তিরক্ষী হিসেবে আফ্রিকার দেশ মালিতে মোতায়েন করা জাতিসংঘের সৈন্যসহ ফরাসি সেনাদের ওপর হামলা করেছে। ওই হামলায় একজনের নিহত হওয়ার পাশাপাশি কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে হামলাকারীরা, শান্তিরক্ষীদের ছদ্মবেশ ধারণ করে তিম্বুকতু বিমানবন্দরের কাছে থাকা দুই ঘাঁটিতে শনিবার ওই হামলা চালিয়েছে। স্বাধীনতার দাবিতে দেশটিতে তুয়ারেগ বিদ্রোহীরা সক্রিয় থাকলেও শনিবারের হামলার দায় স্বীকার করেনি। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর  ছদ্মবেশধারীদের হামলা

হামলাকারীরা জাতিসংঘের নীল রঙের হেলমেট এবং জাতিসংঘের চিহ্ন অংকিত গাড়িতে করে সেখানে উপস্থিত হয়েছিল । ওই হামলায় রকেট লঞ্চার ও গাড়ি বোমা ব্যবহার করা হয়েছে।  হামলা চলাকালে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সেসময় জাতিসংঘের একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আর বারো জনেরও বেশি সেনাসদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে কয়েকজন ফরাসি সেনা।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। হামলার সময় তাদের নিয়ে যাওয়া গাড়ি বোমাগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপর গাড়ি বোমাটিকে থামানো গেছে। ৫ জন গুরুতরভাবে আহত হলেও, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাবেক ফরাসি উপনিবেশ মালিতে সরকারি বাহিনী ও  জাতিসংঘের বাহিনীর ওপর হামলা চালানো নিয়মিত ঘটনা। দেশটিতে জাতিসংঘের পাশাপাশি ফরাসি সেনাও মোতায়েন করা রয়েছে।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামলার ওই ঘটনাটি অভাবিত।  সরকারি আরেকটি সূত্র জানিয়েছে, ‘আমরা এমন হামলা আগে কখনও দেখিনি।’ শনিবারের ওই হামলার আগ পর্যন্ত গত ৫ বছরে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট ১৬২ জন দেশটিতে নিহত হয়েছেন। আর এ বছর নিহত হয়েছেন, মোট ৭ জন।

২০১৩ সালে স্বাধীনতার দাবিতে তুয়ারেগদের অভ্যুত্থানের পর থেকে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা রয়েছে। দেশটিতে ১১ হাজার সেনা ও দেড় হাজারেরও বেশি পুলিশ শান্তিরক্ষার কাজ করছেন। বিবিসি লিখেছে, মালিতে চলা শান্তিরক্ষা কার্যক্রমকেই জাতিসংঘের সবচেয়ে কঠিন অভিযান মনে করা হয়।

/এএমএ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?