X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইরানি লক্ষবস্তুতে ওটাই আমাদের হানা প্রথম আঘাত: ইসরায়েলের স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৮:৩০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৮:৩২

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, সিরিয়াতে ইরানের ঘাঁটিতে চালানো বিমান হামলাই ইসরায়েলের প্রথম এমন হামলা যাতে ইরানের সামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষবস্তু করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বরাতে হারেৎজের সোমবার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে তার ভাষ্য, ইসরায়েলের আকাশে প্রবেশ করা সশস্ত্র ইরানি ড্রোনটি একটি নতুন ‘সময়ের’ শুরু করিয়ে দিয়েছিল। ইসরায়েলের আকাশ সীমায় সশস্ত্র ড্রোন পাঠানোর ওই ঘটনার মধ্য দিয়ে ইরান প্রথমবারের মতো অন্য কারো মাধ্যমে হামলা চালানোর ব্যবস্থা না করে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। এর জবাবে ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানি লক্ষবস্তুতে হামলা চালায়। সিরিয়াতে হামলা চালানো টি-৪ নামের ওই বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন পরিচালনা কেন্দ্র ছিল। ইরানি লক্ষবস্তুতে ওটাই আমাদের হানা প্রথম আঘাত: ইসরায়েলের স্বীকারোক্তি

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের আকাশসীমায় ভূপাতিত করা ড্রোনটি বিস্ফোরক ভর্তি ছিল এবং ইসরায়েলের ভূমিতে হামলার জন্যই সেটি পাঠানো হয়েছিল,  ইসরায়েলের সেনাবাহিনী ড্রোনটির গতিপথ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যভিত্তিক তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হয়েছিল। তাদের ভাষ্য ছিল, ইরানি ড্রোনটি সিরিয়ার একটি বিমানঘাঁটি থেকে ওড়ানো হয়েছিল। এর প্রতিক্রিয়ায় সিরিয়ার টি -৪ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর ঘটনা ঘটে। প্রথম এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের দিকে সন্দেহের তীর নিক্ষেপ করা হলেও, যুক্তরাষ্ট্র অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেয়। পরে সিরিয়ার সরকারি বাহিনীর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানায়, ওই হামলার জন্য তারা ইসরায়েলকে সন্দেহ করছে। টি-৪ বিমান ঘাঁটিতে চালানো ওই হামলায় অন্তত ১৪ জনের নিহত হওয়ার কথা স্বীকার করেছিল রাশিয়া ও সিরিয়া। রাশিয়া কাছ থেকেই তখন জানা গিয়েছিল, লেবাননের আকাশসীমায় থাকা দুইটি ইসরায়েলি এফ-১৫ যুদ্ধবিমান সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল।  

 ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ লিখেছে, ‘ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস’ সমর্থিত সংবাদমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় ইরানের কর্নেল মেহদি দেহঘান, সৈয়দ আম্মার মৌসাভি, আকবর জাভার জান্নাতি এবং মেহদি লোতফি নিয়াসার নামের চার ইরানি নাগরিক নিহত হয়েছেন।

/এএমএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা