X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের আহ্বানে সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে বৈঠক শুরু

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৯:৫১আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০০:৫২

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করার কাজে জড়িত সংস্থা ‘অর্গানাইজেশন ফর দ্যা প্রোহিবিশন অফ কেমিক্যাল উয়েপন্স’ (ওপিসিডব্লিউ) সিরিয়ার দৌমাতে হওয়া হামলার বিষয়ে বৈঠকে বসেছে। বার্তাসংস্থা এএফপি কূটনৈতিক সূত্রগুলোর বরাতে লিখেছে, সিরিয়ার দৌমাতে রাসায়নিক হামলা হয়েছে কি না তা নির্ধারণ করাই সোমবার শুরু হওয়া ওই বৈঠকের উদ্দেশ্য। সংস্থাটির বর্তমান সভাপতি বাংলাদেশ। সেখানে প্রেরিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শেখ মোহাম্মদ বেলালের আহ্বানে সিরিয়াতে রাসায়নিক হামলার বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের আহ্বানে সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে বৈঠক শুরু

রুশ সমর্থিত সিরিয়ার আসাদ বাহিনী বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক বোমা বর্ষণের পাশাপাশি রাসায়নিক হামলাও চালিয়েছে, এমন অভিযোগ পুরাতন। মাঠ পর্যায়ে কাজ করা সিরিয়ান-আমেরিকান চিকিৎসকদের সংগঠন দফায় দফায় জানিয়েছে, তাদের চিকিৎসাকেন্দ্রগুলোতে যাওয়া রোগীদের মধ্যে রাসায়নিক হামলার চিহ্ন স্পষ্ট। আগে সারিন গ্যাস ব্যবহারের অভিযোগ উঠলেও, নিকট অতীতের হামলাগুলোতে ক্লোরিন ব্যবহার করার অভিযোগ করা হয়েছে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে। সর্বশেষ রাসায়নিক হামলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯ এপ্রিল পর্যন্ত ৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই রাসায়নিক হামলার বিষয়ে জাতিসংঘের আলোচনায় ভেটো প্রয়োগ করেছিল রাশিয়া। তারা বারবার বলে আসছে, দৌমাতে কোনও রাসায়নিক হামলার প্রমাণ পায়নি তাদের ত্রাণকর্মী ও পাঠানো বিশেষজ্ঞের দল। এমন কি পশ্চিমা দেশগুলোর সিরিয়ার বিরুদ্ধে আনা রাসায়নিক হামলার অভিযোগকে 'সাজানো অভিযোগ' আখ্যা দিয়েছে রাশিয়া। আর রাসায়নিক হামলাকে কারণ হিসেবে দেখিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ার রাসায়নিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত শনিবার।

সোমবার বৈঠক শুরুর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার কূটনীতিকদের হেগে অবস্থিত ওপিসিডব্লিউয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে দেখা গেছে। সংস্থাটির ১৯২ সদস্যের মধ্যে সোমবারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কার্যনির্বাহী পরিষদের ৪১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে। গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে লিখেছে, সেখানে ওপিসিডব্লিউয়ের পক্ষ থেকে সিরিয়া-রাশিয়ার অসহযোগিতার কথা বলা হয়েছে। দৌমার যে স্থানগুলোতে রাসানিক হামলা হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল, সে স্থানগুলোতে  তাদের পর্যবেক্ষদের যেতে বাধা দিয়েছে  সিরিয়া ও রাশিয়ার নিরাপত্তারক্ষীরা। সংস্থাটিতে থাকা সুইডেনের স্থায়ী প্রতিনিধি পিটার লিক বলেছেন, ওপিসিডব্লিউয়ের পর্যবেক্ষকদের বাধা দিয়ে নিরাপত্তারক্ষীরা বলেছে, তাদের নিরাপত্তার কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ওপিসিডব্লিউয়ের দলটিকে সংশ্লিষ্ট স্থানগুলোতে যেতে দেওয়া হবে না মর্মে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের করা মন্তব্যের বাস্তবায়ন দেখা যাচ্ছে বাধা দেওয়ার ওই ঘটনায়। গার্ডিয়ান লিখেছে, ওপিসিডব্লিউ দলটি দামেস্কতে পৌঁছাবার আগেই, রুশ কর্মকর্তারা ওই স্থানগুলোতে পৌঁছে গিয়েছিলেন। ফলে তারা রাসায়নিক হামলার প্রমাণ বিকৃত করে থাকতে পারে, এমন সন্দেহের জন্ম হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা