X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বুধবার দৌমা পরিদর্শনে যাবেন রাসায়নিক অস্ত্র পরিদর্শকরা: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১৪:৪৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৪:৫৫

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের আগামী বুধবার সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে রাশিয়া। শনিবার থেকে পরিদর্শক দল সিরিয়ায় দামেস্কে অবস্থান করলেও এখনও তাদের দৌমা পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

বুধবার দৌমা পরিদর্শনে যাবেন রাসায়নিক অস্ত্র পরিদর্শকরা: রাশিয়া

গত ৭ এপ্রিল বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমায় রাসায়নিক গ্যাস হামলা চালানো হয় বলে অভিযোগ করে আসছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম ও পশ্চিমাভিত্তিক বেশ কয়েকটি মেডিকেল ত্রাণ সংস্থা। ওই হামলার পর চুক্তি করে সেখানে থেকে চলে গেছে বিদ্রোহীরা। শহরটি এখন সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে পশ্চিমারা অভিযোগ করলেও সিরিয়া ও তার মিত্র রাশিয়া তা অস্বীকার করে আসছে। এই রাসায়নিক হামলার অভিযোগ সামনে রেখে ইতোমধ্যে সিরিয়ার তিনটি সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে যু্ক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

অর্গানাইজেশন অব দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্সের (ওপিসিডব্লিউ) তদন্তকারীরা বেশ গত শনিবার থেকে সিরিয়ার দামেস্কে অবস্থান করে তদন্ত শুরু করার অপেক্ষায় আছেন। তবে বুধবার যাওয়ার অনুমতি দেওয়া হলে কথিত হামলার ১১ দিন পর ঘটনাস্থলে যাবেন তারা। দৌমায় গিয়ে তারা মাটি ও অন্যান্য নমুনা সংগ্রহ করবেন। সেখানে হামলায় কোনো রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকলে এসব নমুনা পরীক্ষায় তা জানা যাবে।

ওপিসিডব্লিউ-তে থাকা মার্কিন দূত আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া স্থানটি পরিদর্শন করেছে আর তারা তদন্তে বাধা দিতে প্রমাণ নষ্ট করে থাকতে পারে। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি, রাশিয়া ঘটনাস্থলে কোনও পরিবর্তন করবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কথিত প্রমানগুলো শুধুমাত্র সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক। আর এসব প্রমাণের সবই বানোয়াট। সাক্ষাৎকারে ল্যাভরোপ ওপিসিডব্লিউ’র প্রতিবেদন পাওয়ার আগেই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ওই তিন দেশের সমালোচনা করেন।

 

/আরএ/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা