X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে তুলনা করায় চরম ক্ষুব্ধ নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৪:০৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৪:১৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি চরম ক্ষুব্ধ হয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। গত বছর নিউ জিল্যান্ডের নির্বাচন ও অভিবাসন ইস্যুতে প্রকাশিত এক প্রতিবেদন শেয়ার করে ওয়াল স্ট্রিট জার্নালের ফেসবুক স্ট্যাটাসে আরডার্নকে ইঙ্গিত করে লেখা হয়, ‘নিউ জিল্যান্ডের জাস্টিন ট্রুডোকে দেখুন, যিনি কেবল অভিবাসন ইস্যুতে অনেক বেশি ট্রাম্পের মতোন’। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি টেলিভিশনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ দাবি করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী আরডার্ন।

জাসিন্ডা ও ট্রাম্প
২০১৭ সালের সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে আক্রমণের লক্ষ্যবস্তু হন আরডার্ন। প্রতিবেদনটির উপজীব্য ছিল: নির্বাচনী প্রচারণাকে ঘিরে নিউ জিল্যান্ডের অভিবাসন-রাজনীতি। এই প্রতিবেদনটিই ফেসবুকে শেয়ার করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে আরডার্নের তুলনা করা হয়। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা এবং মুসলিম ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করার কথা বলেছিলেন। আর এই প্রতিশ্রুতিগুলো ছিল ট্রাম্পের নির্বাচন জয়ের অন্যতম ক্ষেত্র। অভিবাসন প্রশ্নে বিতর্কিত ভূমিকা পালনকারী ট্রাম্পের সঙ্গে নিজের ভূমিকার তুলনাতেই আপত্তি জাসিন্ডার।

এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাসিন্ডা বলেন, ‘এটা আমাকে ক্ষুব্ধ করেছে, আমার রাগ হয়েছে। আমরা এমন একটি দল যারা কিনা প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আগের চেয়ে দ্বিগুণ সংখ্যায় শরণার্থীদের আশ্রয় দেব। অভিবাসনকে ভিত্তি করেই গড়ে ওঠা জাতি আমরা। আমি তৃতীয় প্রজন্মের এক নিউ জিল্যান্ডবাসী মাত্র।’ জাসিন্ডার দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের প্রিতবেদনে যা ইঙ্গিত করা হয়েছে তা অভিবাসন প্রশ্নে তার দলের ভূমিকার বিপরীত। এ ব্যাপারে আপত্তি জানিয়ে জাসিন্ডা বলেন, ‘ওই প্রিতবেদন দেখে মনে হচ্ছে নিউ জিল্যান্ড কোনও উন্মুক্ত এবং বহির্মুখী দেশ নয়। আমি যে ভূমিকা পালন করছি তার সঙ্গে এটি সাংঘর্ষিক। এ ইঙ্গিত আমাকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করেছে।’

এনবিসির ওই অনুষ্ঠানের সঞ্চালক নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাল্টা মার্কিন রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, আরডার্ন এবং তার রক্ষণশীল উপ প্রধানমন্ত্রী উইন্সটন পিটার্স এর যৌথ কার্যক্রম মার্কিন রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স ও টেড ক্রুজ একসঙ্গে সরকার গঠন করলে যা হতো তার সমতুল্য। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আরডার্নের লেবার জোট সরকার তিন বছরের মেয়াদে প্রতিবছর অভিবাসনের সংখ্যা ২০ হাজার থেকে ৩০ হাজার কমিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসার আওতায় নিউ জিল্যান্ডের নিম্ন মানের প্রতিষ্ঠানে পড়তে আসা এবং এরপর সেদেশে থেকে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে ফেলার ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়েছিল।

নিউ জিল্যান্ডের সরকার দেশটির কোম্পানিগুলোতে বিদেশি কর্মী নিয়োগের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করেছে। স্থানীয়দের নিয়োগকে প্রাধান্য দিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে।

তবে শরণার্থী গোহণের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে নিউ জিল্যান্ড সরকার।       

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া