X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সেনা মোতায়েন নিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র আলোচনা

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৪:৩০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৪:৩৯

আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রী আদেল জোবায়েয় এই বৈঠককে সিরীয় সংকটের শুরুর সময় থেকে দুই দেশের মধ্যে চলমান আলোচনার ধারাবাহিকতা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে সিরীয় যুদ্ধের ব্যয় বহনের তাগিদ দেওয়ার কিছুদিনের মধ্যে সেনা মোতায়েনে সৌদি-মার্কিন আলোচনার কথা জানা গেল।

সৌদি স্পেশাল ফোর্স

পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দুই হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। তারা আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের সঙ্গে কাজ করছে। ৮ বছর ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়া থেকে সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। গত ০৩ এপ্রিল হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি দেখতে হলে রিয়াদকেই সামরিক ব্যয় মেটাতে হবে। তবে গত মঙ্গলবার (১৭ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দাবি করেছিলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করার বিষয়ে ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিরিয়া সংকটের শুরু থেকেই আমার সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে কথা বলছি। তিনি বলেন, আমরা ওবামা প্রশাসনের কাছে প্রস্তাব রেখেছিলাম যদি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কোয়ালিশনের অধীনে সেনা পাঠায় তবে সৌদি আরবও অন্যদেশগুলোর সঙ্গে শর্তসাপেক্ষে সেখানে সেনা পাঠানোর কথা বিবেচনা করবে। ২০১৬ সালেও ইরাকে আইএসবিরোধি যুদ্ধে স্থল সেনা পাঠানোর আগ্রহ দেখিয়েছিল সৌদি আরব।

সিরিয়ায় আট বছরের গৃহযুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানির পাশাপাশি এক কোটিরও বেশি মানুষকে বাস্তচ্যুত হতে হয়েছে। এদের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ বিদেশে শরণার্থী হতে বাধ্য হয়েছেন। আট বছর যুদ্ধে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে এখন সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয় সৌদি ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর সম্মিলিত একটি বাহিনীর হাতে দায়িত্ব দিয়ে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছেন ট্রাম্প। ওই খবরে বলা হয়, ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মিশরকে এর অন্তর্ভুক্ত করে উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ায় তাদেরকেই দায়িত্ব দেওয়ার আশা করছেন।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট