X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক দায়মুক্তি থাকলেই হত্যার দায় এড়ানো যায় না: পাকিস্তানের আদালত

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ২১:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২১:৫৬

ইসলামাবাদ হাইকোর্ট বুধবার বলেছে, কূটনৈতিক দায়মুক্তি থাকলেও মার্কিন দূতাবাস কর্মকর্তা হত্যার দায় থেকে মুক্তি পেতে পারে না। অভিযুক্ত দূতাবাস কর্মকর্তা কর্নেল জোসেফ ইমানুয়েল হলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদনের শুনানিতে বিচারপতি আমের ফারুক বলেছেন, অভিযুক্ত বিদেশি হওয়ায় পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণে গাফিলতি দেখিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেপরোয়া গাড়ি চালিয়ে একজন পাকিস্তানি মোটরসাইকেল আরোহীকে হত্যা ও ওপর একজন আরোহীকে আহত করার দায়ে ওই মার্কিন দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে পাকিস্তানে আইনি কার্যক্রম চলছে। কর্নেল জোসেফ ইমানুয়েল হল

এপ্রিলের ৭ তারিখ ইসলামাবাদের মার্কিন দূতাবাসে নিয়োজিত কর্মকর্তা কর্নেল জোসেফ ইমানুয়েল হল ট্রাফিক সঙ্কেত অমান্য করে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। লাল আলো জ্বলা সত্ত্বেও গাড়ি চালিয়ে যেতে থাকার এক পর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে নিহত হন মোটরসাইকেল চালক আতিক বেগ। মৃত্যুর সময় তার বয়স ছিল ২২ বছর। মূলত মাথায় আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। অপর আরোহী তার আত্মীয়। আহত হওয়া ওই  ব্যক্তির নাম রাহিল আহমেদ। কূটনৈতিক দায়মুক্তির কথা বলে অভিযুক্ত কর্মকর্তা থানা থেকে চলে গিয়েছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তাকে ছেড়ে দেওয়ায় পাকিস্তান পুলিশের সমালোচনা হয়েছিল।

বুধবার শুনানি চলাকালে পাকিস্তানের হাইকোর্ট মন্তব্য করেছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের উচিত ছিল অভিযুক্ত মদ্যপ কিনা তা পরীক্ষা করা। কিন্তু কর্নেল জোসেফ ইমানুয়েল হলের ক্ষেত্রে পুলিশ তা করেনি—‘বিদেশিকে দেখে পুলিশ ভঁয়ে কেঁপে উঠেছিল।’ অভিযুক্তের জবানবন্দি উর্দুতে পেশ করার বিষয়েও অসন্তোষ জ্ঞাপন করেছে আদালত। জবানবন্দিটি ইংরেজিতে গ্রহণ করা নয়। আদালতের পর্যবেক্ষণ, জবানবন্দির উর্দু ভাষা যেহেতু অভিযুক্তের মাতৃভাষা নয়, সেহেতু পরে অভিযুক্ত ওই জবানবন্দিতে দেওয়া তার বক্তব্য অস্বীকার করতে পারে।

বিচারপতি ফারুক মন্তব্য করেছেন, পুলিশ নিজেই মামলাটি দুর্বল করে ফেলেছে। আর কর্নেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে কি না সে বিষয়ে আদালত বলেছে, এ বিষয়ে গঠিত কমিটি ৫ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে।

পাকিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, স্থানীয় পুলিশের সঙ্গে তারা সহযোগিতা করেছে এবং নিহত ও আহত ব্যক্তির পরিবার দুটির প্রতি সমবেদনা জানিয়েছে। তবে তাদের আনুষ্ঠানিক বিবৃতির ভাষ্য ছিল, ‘বিচার স্থানীয় আইন এবং ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা চুক্তি অনুযায়ী চলবে।’ অস্ট্রেলিয়ার এবিসি নিউজ লিখেছিল, এর মাধ্যমে তারা কূটনৈতিক দায়মুক্তির কথাই স্মরণ করিয়ে দিতে চেয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা