X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব ভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনে মোদির উপস্থিতি চায় বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১৬:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:৫০
image

মে মাসের শেষ নাগাদ বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে চায় বাংলাদেশ। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিও দেখতে চায় ঢাকা। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি জানিয়েছে।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
বিশ্ব ভারতীর বাংলাদেশ ভবনে একটি জাদুঘর রয়েছে।  বাংলাদেশের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের সম্পর্ক,মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক তুলে ধরতে বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ভবন প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর টাইমস অব ইন্ডিয়াকে বলেন,‘মে’র শেষ দিকে আমরা এই ভবন উদ্বোধন করতে চাই। আমাদেরকে বলা হয়েছে যে বিশ্ব ভারতীর কনভেশনে যোগ দিতে শিগগিরই সেখানে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। আমরা ভবন উদ্বোধনের দিন-ক্ষণ এমনভাবে এমনভাবে নির্ধারণ করতে চাই যেন দুই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।’

আসাদুজ্জামান নূর আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী অংশ নিলে তা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হবে।

বিশ্ব ভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকালি সেনও একে বড় ঘটনা হবে বলে উল্লেখ করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন,  ‘রবীন্দ্রনাথ হলেন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে একটি বন্ধন। আমরা প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও নিশ্চিত হতে পারিনি। কিন্তু দুই প্রধানমন্ত্রী যদি একই সঙ্গে বাংলাদেশ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন তাহলে তা হবে বিশ্ব ভারতীর জন্য একটি বড় ঘটনা।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। 

/এফইউ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা