X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বর্ষা মৌসুম শুরুর আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা উচিত: মিয়ানমারের মন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ০২:২৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৩:০০

বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দেশে ফিরে সেখানকার পরিস্থিতিকে নাজুক বলে মন্তব্য করেছেন মিয়ানমারের সমাজকল্যাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়ায়ে। বৃহস্পতিবার মিয়ানমারের অন্যতম প্রধান শহর ইয়াঙ্গুনে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন এই মন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন বৃষ্টি মৌসুমের কারণে যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার এখনও প্রস্তুত নয়।

কক্সবাজারের কুতুপালং শিবিরে মিয়ানমারের মন্ত্রী উইন মিয়ায়ে

গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয়’ উদাহরণ বলে মন্তব্য করেছে। একই স্বর তুলেছে যুক্তরাষ্ট্রও। তবে এসব অভিযোগ অস্বীকার করছে মিয়ানমার। পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে বাঁশ আর পলিথিনে নির্মিত অস্থায়ী ঘরে আশ্রয় নিয়েছে। দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি করলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ইউএনএইচসিআরের প্রধান মিয়ানমার সফর শেষে সম্প্রতি জানিয়েছেন, প্রত্যাবাসন শুরুর জন্য এখনও প্রস্তুত নয় মিয়ানমার।






রোহিঙ্গা ঢল শুরু হওয়ার পর প্রথমবারের মতো মিয়ানমারের কোনও মন্ত্রী গত সপ্তাহে কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেন। বৃহস্পতিবার নিজ দেশে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেখার পরে আমরা বিশ্বাস করেছি শিবিরগুলোতে মানুষ খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। আমাদের মূল বিষয় হলো যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা। কারণ, বৃষ্টিপাতের মৌসুম আসন্ন আর বাংলাদেশে পালিয়ে যাওয়াদের নিয়ে আমরা উদ্বিগ্ন।


রোহিঙ্গা নিধনের ঘটনায় গত সপ্তাহে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিচার চেয়ে এক রিট দায়ের করা হয়। রিট আবেদন আমলে নিয়ে শুনানির জন্য বিচারক ঠিক করে দেওয়ার পর গত শনিবার (১৪ এপ্রিল) পাঁচ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেওয়ার কথা জানায় মিয়ানমার। তবে বাংলাদেশের কর্মকর্তারা জানান, নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত কয়েক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্য থেকে একটি পরিবারকে ফিরিয়ে নেওয়ার কথা শুনেছেন তারা। তবে সেই ফিরিয়ে নেওয়া প্রত্যাবাসন চুক্তির আওতায় নয় বলে জানায় বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও এই ধরনের কোনও প্রত্যাবাসনের কথা জানে না বলে জানায়। স্বেচ্ছায় যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য অস্থায়ী ক্যাম্প নির্মাণের কথা জানিয়েছে মিয়ানমার। দেশটি বলছে বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে এসব অস্থায়ী শিবিরে রাখার পরে তাদের গ্রামে যেতে দেওয়া হবে।
উইন মিয়ায়ে বলেন, ফিরে আসা রোহিঙ্গাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডের (এনভিসি) জন্য আবেদন করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে সরকারের চলমান নিবন্ধন কার্যক্রমের আওতায় এই আবেদন করতে হবে বলে জানান তিনি। মিয়ানমারের মন্ত্রী বলেন, এনভিসি কার্ডধারীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আইন অনুযায়ী পরবর্তী পাঁচ মাসের মধ্যে তাদের যাচাই সম্পন্ন হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, নাগরিকত্বের জন্য যারাই আবেদন করবে তারাই নাগরিকত্ব পাবে। তবে কীভাবে পাবে বা যাচাই কার্যক্রম কীভাবে চলবে তা নিয়ে কোনও তথ্য জানাননি তিনি।

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী