X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চার দশকের সহিংসতা শেষে ক্ষমা প্রার্থনা বাস্ক বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৭:২২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:৩১

ইউরোপীয় অঞ্চলের স্বাধীনতাকামী বাস্ক বিদ্রোহীরা তাদের সহিংসতার জন্য ক্ষমা চেয়েছে। প্রায় চার দশকের সংগ্রাম শেষে তাদের সংগঠন ইটিএ নিহত ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি ক্ষমা প্রার্থনা করেছে এবং তাদের কারণে হওয়া দুর্ভোগের জন্য অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, বাস্ক বিদ্রোহীদের সশস্ত্র সংগ্রাম চলাকালে প্রায় ৮০০ মানুষ তাদের হাতে নিহত হয়েছে। তারা স্পেনের একজন প্রধানমন্ত্রীকেও হত্যা করেছিল। নিজেদের করা সহিংসতার জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্পেনের সেনাবাহিনীরও সমালোচনা করেছে সংগঠনটি। চার দশকের সহিংসতা শেষে ক্ষমা প্রার্থনা বাস্ক বিদ্রোহীদের

দশকের পর দশক ধরে চালানো সহিংসতায় হওয়া দুর্ভোগ ও রক্তপাতের জন্য শর্তহীন ক্ষমা প্রার্থনা করে শুক্রবার ইটিএর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জানি সশস্ত্র সংগ্রাম চলাকালে দীর্ঘ সময়ের মধ্যে বহু তীব্র বেদানাদায়ক ঘটনা ঘটেছে, যেসবের অনেকগুলোরই কোনদিন ক্ষতিপূরণ করা সম্ভব নয়। যারা ইটিএর হাতে নিহত হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি, সশস্ত্র সংগ্রামের জন্য অপরিহার্য সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করতে গিয়ে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমারা ক্ষতিগ্রস্ত ওই মানুষ ও পরিবারগুলোর কাছে ক্ষমা চাইছি। আমার বুঝি যে আমাদের এই বক্তব্য তাদের যন্ত্রণা কমাবে না। তবুও আমরা তাদেরকে জানাতে চাই, আর কোনও দুর্ভোগের কারণ হব না আমরা।’

চার দশকের সহিংসতা শেষে ক্ষমা প্রার্থনা বাস্ক বিদ্রোহীদের এককালে স্বাধীনতার জন্য সংগ্রাম চালানো বিদ্রোহীদের সংগঠনটি সহিংসতার দায় স্বীকার ও সে জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্পেনের সেনাবাহিনীরও সমালোচনা করয়েছে। তারা বলেছে, তাদের সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার আগেও বাস্কের মানুষরা দুর্ভোগের মধ্যে ছিল, সশস্ত্র সংগ্রাম ত্যাগ করার পরেও সে দুর্ভোগ অব্যাহত আছে। বহু মানুষ তাদের কার্যকলাপকে অগ্রহণযোগ্য ও অযাথার্থ হিসেবে দেখবে কিন্তু তাদের বোঝা উচিত, আইন প্রয়োগের নামে স্পেনের সেনাবাহিনী যা করেছে তাও সম্পূর্ণ অন্যায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাস্ক বিদ্রোহীদের সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের বিদ্রোহ সমাপ্তির ঘোষণা দেবে। তারা বলেছে, রাজনৈতিক সংঘাত নিরসনে একটি গণতান্ত্রিক সমাধান বাস্তবায়ন শান্তি নিশ্চিত হবে এবং বাস্ক অঞ্চলের মানুষ স্বাধীনতা পাবে। বিদ্রোহীদের ওই বিবৃতিকে স্পেনের সরকার স্বাগত জানিয়ে বলেছে, এটাই প্রমাণ করে যে গণতন্ত্র ও আইনের শক্তি দিয়ে ইটিএকে পরাস্ত করা গেছে।
বাস্ক অঞ্চলে স্বৈরশাসক ফ্রাঙ্কোর চালানো নিপীড়নের বিরুদ্ধে ১৯৫৯ সালে সাংস্কৃতিক সংগঠন হিসেবে জন্ম নিয়েছিল ‘বাস্ক হোমল্যান্ড অ্যান্ড ফ্রিডম’ (ইটিএ)। পরে স্পেনের উত্তরাংশ ও ফ্রান্সের দক্ষিণাংশের এলাকা জুড়ে অবস্থিত বাস্ক অঞ্চলের বাসিন্দাদের জন্য স্বাধীন আবাসভূমি গড়ে তোলার উদ্দেশ্যে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়ে পড়ে তারা। স্বাধীনতার জন্য কয়েক দশকের সশস্ত্র সংগ্রামের পর ২০১১ সালে তারা সহিংসতার ইতি টানার ঘোষণা দেয়। গার্ডিয়ান লিখেছে, ১৯৬৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তাদের বোমাবাজি ও গোলাগুলিতে ৮২৯ জন মারা গেছে যার মধ্যে প্রায় অর্ধেকই সাধারণ মানুষ। ১৯৭৩ সালে সংগঠনটি বোমা হামলা করে স্পেনের প্রধানমন্ত্রী লুই কাররেও ব্ল্যাঙ্কোকে হত্যা করেছিল। ব্যবহৃত বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের পর প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি শূন্যে প্রায় ২০ মিটার লাফিয়ে উঠেছিল। ১৯৮৭ সালে বিপণী বিতানে তাদের ঘটানো বিস্ফোরণে নিহত হয়েছিল ২১ জন। তরুণ রাজনীতিবিদ মিগুয়েল অ্যাঞ্জেল ব্ল্যাঙ্কোকে হত্যার পর ইটিএর বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল।

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি