X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের প্রস্তাব

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৮:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৯:১২

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রাকে অভিশংসিত করার দাবি তুলেছেন দেশটির রাজ্যসভার সদস্যরা। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর সংসদ সদস্যদের স্বাক্ষর করা প্রস্তাবটি ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর কাছে পেশ করা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, অন্তত ৫০ জন সংসদ সদস্যের স্বাক্ষরের প্রয়োজন থাকলেও, অভিশংসনের প্রস্তাবে ৬৪ জন সদস্য স্বাক্ষর করেছেন। বিজেপি মন্তব্য করেছে, কংগ্রেস অভিশংসনের বিধানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দীপক মিশ্রা

প্রধান বিচারপতিকে অপসারণ করার প্রস্তাব পেশের আগে রাজ্যসভার সদস্যরা এ নিয়ে বৈঠকে বসেছিলেন। ভারতের রাজ্যসভায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের নেতা গোলাম নবী আজাদের আহ্বানে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভেঙ্কাইয়া নাইডুর কাছে সংসদ সদস্যদের স্বাক্ষর করা অভিশংসন প্রস্তাবটি হস্তান্তর করার পর তিনি জানিয়েছেন, ‘পাঁচটি অসদাচরণের দায়ে আমরা প্রধান বিচারপতি দীপক মিশ্রাকে অভিশংসিত করার প্রস্তাব এনেছি। ভারতের সংবিধানের ২১৭ ধারা ও ১২৪(৪) ধারা অনুযায়ী তাকে অপসারণে আমাদের এই প্রস্তাব।’ তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবটির পক্ষে ৬৪ জন সদস্য স্বাক্ষর করেছেন যেখানে ৫০ সদস্যের সম্মতির দরকার ছিল প্রস্তাবটি চেয়ারম্যানের কাছে পাঠাবার জন্য।

যেসব দলের সংসদ সদস্যরা দীপক মিশ্রাকে অভিসংশিত করার প্রস্তাবে সমর্থন দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্ক্সসিস্ট (সিপিআই-এম), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই), সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রার কারণে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে মন্তব্য করে  জ্যেষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিবাল বলেছেন, দীপক মিশ্রা কিছু বিষয়ে এমন ভূমিকা রেখেছেন এবং প্রশাসনিক বিষয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলোর বিরুদ্ধে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় ইচ্ছা করেইই মনমোহন সিংকে দিয়ে ওই অভিশংসন প্রস্তাবে স্বাক্ষর করানো হয়নি। এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ওই প্রস্তাবনার সমালোচনা করে বিজেপি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অভিশংসনের বিধান রাজনৈতিক কৌশলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

/এএমএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা