X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মাওরিদের ঐতিহ্যবাহী পোশাকে রানির সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৯:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৯:৪০

নিজের দেশের আদিবাসী মাওরিদের ঐহিত্যবাহী পোশাকে ব্রিটেনের রানির সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, আর্ডেনকে এই পোশাকে দেখে অনেকেই মাথা চুলকালেও বেশিরভাগ নিউজিল্যান্ডবাসীর গর্বিত হয়েছেন। করোওয়াই নামের ঐহিত্যবাহী এই পোশাকের আস্তরণটি মাওরি আদিবাসীরা পাখির পালক দিয়ে বুনে থাকে।বিশেষ উপলক্ষে পরা এই পোশাকটি সংস্কৃতি, ঐতিহ্য আর মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। অতিথিকে সম্মান জানাতে উপহার হিসেবেও দেওয়া হয় তা। ১৯৫৪ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের নিউজিল্যান্ড সফরের সময় তাদের দেওয়া হয়েছিল এই পোশাক। আর পরবর্তী কয়েক প্রজন্মের রাজ উত্তরসুরীরাও দেশটি সফরের সময় সেই পোশাক সঙ্গে নিয়েছেন।

ব্রিটেনের রাণীর সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন। বিশ্বের সবচেয়ে কম বয়সী এই নারী প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী পোশাকে বাকিংহাম প্যালেসে দেখা যাওয়ার পর তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ‘আশ্চর্যজনক’, ‘অনিন্দ্য সুন্দর’সহ নানা অভিধায় তাকে প্রসংশিত করার পাশাপাশি নিউজিল্যান্ডবাসীরা সম্মান আর শ্রদ্ধায় তাকে অভিনন্দিত করেছেন।

মাওরি আদিবাসীদের পোশাকশিল্পী রানুই নাগারিমু বিবিসিকে বলেছেন, ‘এটা সত্যি আমাকে আবেত তাড়িত করেছে। এমন তাৎপর্যপূর্ন জায়গায় তার এধরণের পোশাক পরা আর সব এঙ্গেল থেকেই তার ছবি তোলা হবে জেনেও এই পোশাকে হাজির হওয়া নিউজিল্যান্ড আর মাওরিদের মধ্যকার সম্পর্কের স্বীকৃতি।’

মাওরিদের ঐহিত্যবাহী পোষাকে জেসিন্দা

ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মাওরি আদিবাসী ভিনি ওসলিন-রিদার বলেন, বিভিন্ন ধরণের পোশাকের আস্তরণ আছে তবে করোওয়াই অন্যতম মর্যাদাপূর্ণ আস্তরণ। ঐহিত্যগতভাবে মাওরি সমাজের উচু স্তরের মানুষদের এই পোশাকটি উপহার দেওয়া হয়। তবে নিজেদের গোত্রের বাইরে একই সমকক্ষ মনে করা অতিথিদেরও সম্মান জানাতে তা উপহার দেওয়া হয় বলেও জানান তিনি।

নিজের করোওয়াই পরিহিত রাণী এলিজাবেথ

এই ক্ষেত্রে আর্ডেনের পরিহিত করোওয়াইটি তাকে দিয়েছেন লন্ডনে বসবাসরত মাওরি সম্প্রদায়ের মানুষেরা। কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পর তাকে এই উপহার দেওয়া হয়।

হ্যামিল্টনের ওয়াইকাটু বিশ্ববিদ্যালয়ের মাওরি স্টাডিসের শিক্ষক আগ্রেস ডোনা ক্যাম্পবেল বলেন, এই পোশাকের তাৎপর্য হলো এর সঙ্গে মর্যাদা ও ক্ষমতা জড়িত। সেকারণে জেসিন্দার এই পোশাক পরা অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যের সঙ্গে একেবারেই মিলে যায়। তিনি বলেন, মা হতে যাওয়া বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ও তার সন্তানের সুরক্ষায় করোওয়াইটি একেবারে যথোপযুক্ত।

বাকিংহাম প্যালেসে করোওয়াই পরিহিত জেসিন্দা আর্ডেন

ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওসলিন-রিদার বলেন, গত ২০ বছরে মাওরি সংস্কৃতির পুনরুত্থানের মধ্যে নিউজিল্যান্ডের বিশেষ অনুষ্ঠানগুলোতে করোওয়াই পরা মাওরিদের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনে পরিবারের কাছ থেকে প্রজন্মের উত্তরাধিকারী হিসেবে পাওয়া করোওয়াই পরা ছাত্রদের কাছে অনেকটাই স্বাভাবিক। তিনি বলেন, ‘আমার সমাবর্তনেও আমি আমার পরিবারের করোওয়াই পরেছিলাম। আমি ছিলাম চতুর্থ প্রজন্ম যে একই পোশাকটি পরেছে।’

পাখির পালক দিয়ে এক একটি করোওয়াই বুনতে মাসের পর মাস লেগে যায়। কখনও কখনও তা বছরও পেরিয়ে যায়। আর একবার তৈরি হওয়ার পর পারিবারিকভাবে তা সংরক্ষণ করে রেখে দেওয়া হয়, আর প্রজন্মের পর প্রজন্মের বা ব্যবহার করতে থাকে।

 

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…