X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেন ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের উদ্যোগ?

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ২১:০৮আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২৩:২২

ভারতের প্রধান বিচারপতিকে অপসারণে রাজ্যসভার সদস্যরা আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাউডুর কাছে। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদলগুলোর সংসদ সদস্যরা দীপক মিশ্রাকে অপসারণে করা প্রস্তাবের সমর্থনে বিতর্কিত কিছু সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেছেন। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিশংসনের প্রস্তাব আনার পেছনে জ্যেষ্ঠ বিচারপতিদের বঞ্চিত করা ও বিচারপতি লোয়ার মৃত্যুর পর অস্বচ্ছ পদক্ষেপ নেওয়ার অভিযোগের প্রভাব উল্লেখযোগ্য। এর পাশাপাশি ‘ ডেইলি ও’ লিখছে, ২০১৯ সালের নির্বাচনে বাবরি মসজিদ মামলার রায়ের সম্ভাব্য প্রভাব এবং বিচারপতি লোয়ার 'রহস্যময়' মৃত্যুর সঙ্গে বিজেপির অমিত শাহের নাম জড়িয়ে যাওয়া মামলার সংযোগ থাকার সম্ভাবনার মতো বিষয়গুলোও অভিশংসন প্রস্তাবের পেছনে কাজ করেছে। কেন ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের উদ্যোগ?

১১ জানুয়ারি ভারতের সর্বোচ্চ আদালতের চার জন্য বিচারপতি নজিরবিহীন এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছিলেন। বিচারপতি জাস্তি চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগই, বিচারপতি এম বি লোকুর এবং বিচারপতি  কুরিয়েন জোসেফ অভিযোগ করে বলেছিলেন, প্রধান বিচারপতি দীপক মিশ্রা জ্যেষ্ঠ বিচারপতিদের এড়িয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলো কনিষ্ঠ বিচারপতিদের বেঞ্চে পাঠিয়ে দেন। 'ভারতের গণতন্ত্র হুমকির মুখে' মন্তব্য করে তারা প্রধান বিচারপতির পদের পবিত্রতা রক্ষা হচ্ছে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এভাবে কনিষ্ঠ বিচারপতিদের বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলাগুলো পাঠানোর ঘটনাকে অভিশংসিত করতে আনা রাজ্যসভার প্রস্তাবে ‘ক্ষমতার অপব্যবহার’ আখ্যা দেওয়া হয়েছে।

ডেইলি ও লিখেছে, বিচারপতি লোয়ার মৃত্যুর তিন বছর পরে লোয়ার আদালতে বিচারাধীন একটি মামলার সঙ্গে তার  ‘রহস্যময়’ মৃত্যুর যোগসূত্রের বিষয়ে সন্দেহ [রকাস করে সংবাদ প্রকাশিত হয়েছিল।  ওই মামলায় গুজরাটে ২০০৫ সালে এনকাউন্টারে একজনকে মেরা ফেলার বিষয়ে শুনানি হচ্ছিল। সে সময়ে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিজেপির অমিত শাহ। বিচারপতি লোয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারপতিরাই স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন। কিন্তু সে দাবি অগ্রাহ্য করেছিলেন প্রধান বিচারপতি মিশ্রা। বিচারপতির লোয়ার মৃত্যুর পরে তিনি লোয়ার আদালতে থাকা মামলাগুলো তার নিজের নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে গিয়েছিলেন।

প্রসাদ এডুকেশন ট্রাস্ট নামের মামলা নিয়েও দীপক মিশ্রার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।  নিউজ এইট্টিনের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, মেডিকেল কলেজ স্থাপনে ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়ে ওই মামলা করা হয়েছিল। দীপক মিশ্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মেডিকেল কলেজ স্থাপনে জমি সংগ্রহের পথ করে দিতে দীপক মিশ্রা অসত্য হলফনামা দাখিল করেছিলেন।

‘ডেইলি ও’ রাজনৈতিক একটি দিক সামনে নিয়ে এসেছে, বিচারপতি দীপক মিশ্রার অভিশংসন প্রস্তাবনার বিষয়ে। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ নিয়ে চলা মামলায় প্রধান বিচারপতি দীপক মিশ্রার ভূমিকায় অসন্তুষ্ট কংগ্রেস নেতৃত্ব। মিশ্রা জানিয়ে দিয়েছিলেন, ওই মামলার বিষয়ে তিনি আর দেরি করতে চান না। তাছাড়া মামলাটির শুনানির বিষয়ে তার নেতৃত্বাধীন বেঞ্চ আর নতুন কোনও পক্ষের আবেদন গ্রহণ করবে না। যদি ওই মামলার বিষয়ে নতুন আবেদন গ্রহণ করা হতো তাহলে মামলার রায় ২০১৯ সালের নির্বাচনের পর দিতে হতো। কারণ এর মধ্যে মামলা সংশ্লিষ্ট নতুন আবেদনের শুনানির জন্যও সময় ব্যয় করতে হতো। মিশ্রার সিদ্ধান্তের অর্থ হচ্ছে, দ্রুত মামলাটির চূড়ান্ত রায় হয়ে যাওয়া। ২০১৮ সালের অক্টোবরে অবসরে যাওয়ার আগেই তিনি রায় দিয়ে দেওয়ার সুযোগ পেতেন। এতেই বিপদ দেখেছে কংগ্রেস নেতৃত্ব। তারা মনে করে, ২০১৯ সালের আগে যদি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে চূড়ান্ত রায় হয়ে যায়, তাহলে নির্বাচনের আগে তা বিজেপির পক্ষে হিন্দুত্ববাদীদের গণজোয়ার তৈরি করবে—স্বাভাবিকভাবেই চাপে পড়বে কংগ্রেসসহ অন্যান্য দল। কংগ্রেসে চেয়েছিল ওই মালার রায় পিছিয়ে যাক, যাতে ২০১৯ সালের নির্বাচনের পর রায় ঘোষিত হয়।

/এএমএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!