X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টুইটারে নিষিদ্ধ রাশিয়ার ক্যাস্পারিস্কি ল্যাবের বিজ্ঞাপন

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১২:২৯আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১২:৩৬

অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার নির্মাতা ক্যাস্পারিস্কি ল্যাবকে আর বিজ্ঞাপন দেখাতে দেবে না টুইটার। মস্কোভিত্তিক প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করার কারণ হিসেবে তারা দুটি বিষয় উল্লেখ করেছে। প্রথমত, দুই প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনাগত পার্থক্য এমন যে একসাথে কাজ করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত, তাদের আশঙ্কা, ক্যাস্পারিস্কি ল্যাবের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার গোপন আঁতাত আছে। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে টুইটার এক ইমেইল বার্তায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। টুইটারে নিষিদ্ধ রাশিয়ার ক্যাস্পারিস্কি ল্যাবের বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ক্যাস্পারিস্কি ল্যাবের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার আঁতাত রয়েছে এবং প্রতিষ্ঠানটির সফ্টওয়্যার রাশিয়ার সাইবার গোয়েন্দাগিরির কাজে ব্যবহৃত পারে। এমন সন্দেহের পর ট্রাম্প প্রশাসন সরকারি সব কাজে ক্যাস্পারিস্কি ল্যাবের পণ্য ব্যবহার নিষিদ্ধ করে দেয়। তবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জিনেট ম্যানফ্রা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কোনও প্রতিষ্ঠানকে ক্যাস্পারিস্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেননি। তারা শুধু যুক্তরাষ্ট্রের সরকারি নেটওয়ার্কে ক্যাস্পারিস্কির পণ্য নিষিদ্ধ করেছেন। কিন্তু টুইটার বলছে অন্য কথা। রয়টার্সকে তারা জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সতর্কবাণী পেয়েই তারা ক্যাস্পারিস্কিকে নিষিদ্ধ করেছে।

ক্যাস্পারিসি ল্যাব অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তারা এমনও বলেছে, দরকার হলে তারা তাদের সফ্টওয়্যারের কোড বিশেষজ্ঞদের পরীক্ষার জন্য উন্মুক্ত করে দেবে, যাতে সফ্টওয়্যারে ইচ্ছাকৃত কোনও দুর্বলতা থাকলে তারা তা চিহ্নিত করতে পারেন। প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞার আওতামুক্ত হতে যুক্তরাষ্ট্রের আদালতের শরণাপন্ন হয়েছে।

এ বিষয়ে প্রথম জানাজানি হয় ক্যাস্পারিস্কি ল্যাবের সহপ্রতিষ্ঠাতা ইউজেন ক্যাস্পারিস্কির লেখা ব্লগ পোস্ট থেকে। সেখানে তিনি টুইটারের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে উল্লেখ করেছিলেন। তার ভাষ্য, ক্যাস্পারিস্কি টুইটারের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে প্রথম জানতে পেরেছিল গত জানুয়ারিতে। টুইটারকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে দেখতে অনুরোধ করেছেন তিনি। তার ভাষ্য, ‘আমরা কোনও লিখিত বা অলিখিত নিয়ম ভঙ্গ করিনি। আমাদের ব্যবসার প্রকৃতি আর সবার মতনই। আমরা ব্যবহারকারীদের কাছে নিরাপত্তা পণ্য বিক্রি করি, আর তারা সেটার জন্য আমাদেরকে টাকা দেয়।’

টুইটারের পাশাপাশি ফেসবুকও গত জানুয়ারিতে তাদের পছন্দের অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারের তালিকা থেকে ক্যাস্পারিস্কির নাম সরিয়ে নিয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করলেন রিপাবলিকান পার্টির প্রধান
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!