X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশি সম্মাননা পেল নিখোঁজ শিশুর জীবনরক্ষাকারী কুকুর

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১৭:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:৩৬

অস্ট্রেলিয়ার জঙ্গলে হারিয়ে যাওয়া এক শিশুকে সারারাত পাহারা দিয়ে সুরক্ষিত রেখেছে একটি কুকুর। তিন বছর বয়সী শিশুটি নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধারের সময়ও সুরক্ষিত পাওয়া গেছে।  আংশিক বধির ও অন্ধ হওয়ার পরও এমন নিষ্ঠার সঙ্গে শিশুটিকে নিরাপত্তা দেওয়ায় সম্মান হিসেবে কুকুরটিকে নিজেদের বিভাগে অন্তর্ভূক্ত করেছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ।

শিশুর জীবনরক্ষাকারী কুকুর ম্যাক্স

শুক্রবার বিকেলে কুইন্সল্যান্ড রাজ্যের একটি গ্রাম থেকে হারিয়ে যায় শিশু অরোরা। এরপর থেকে তার পরিবার ও জরুরি সহায়তা বিভাগ তাকে সারারাত ওই পাহাড়ি এলাকায় খুঁজে বেড়ায়। অবশেষে সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ও তার পোষা কুকুর ম্যাক্স শিশুটিকে পাহারা দিচ্ছিল।

উদ্ধারকারীরা জানায়, শিশুটিকে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। তার আগের রাতে বৃষ্টি হলেও উদ্ধারের সময় শিশুটি সুস্থ ছিল। তবে শরীরে সামান্য কিছু আচড়ের দাগ পাওয়া গেছে। জরুরি সহায়তা বিভাগের সমন্বয়ক ইয়ান ফিপস অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি’কে বলেন, শিশুটির বাড়ির আশেপাশের এলাকাটি পাহাড়ি হওয়ায় সেখানে হেটে চলাচল করা খুব কষ্টকর। তাই শিশুটি তার বিশ্বস্ত কুকুরটিকে সঙ্গে নিয়ে চলাফেরা করতো। পুলিশি সম্মাননা পেল নিখোঁজ শিশুর জীবনরক্ষাকারী কুকুর  শিশু অরোরার দাদা কেলি বেনস্টোন বলেন, অরোরার দাদী লেইসা প্রথমে তার আওয়াজ শুনতে পায়। তারপর সে প্রথমে ম্যাক্সকে দেখতে পায়। অরোরা তার পাশেই ছিল।

এদিকে ১৭ বছর বয়সী ব্লু হিলার জাতের কুকুর ম্যাক্সের এমন সাহসী ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাকে সম্মাননা দিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ। এ ঘটনার পর কুইন্সল্যান্ডের পুলিশ দ্রুতই কুকুরটিকে নিজেদের সংস্থায় অন্তর্ভূক্ত করার খবর জানায় তারা। স্থানীয় পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে শিশু অরোরার পরিবারের সঙ্গে ম্যাক্সের একটি ছবি প্রকাশ করেছে তারা। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘ম্যাক্স কত ভাল ছেলে! তাকে খুঁজে পাওয়া পর্যন্ত নিরাপদ রাখার জন্য তুমি এখন থেকে সম্মানিত পুলিশ কুকুর।’

/আরএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরি হামলা, নিহত ৬
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া