X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মিশেল ওবামাকে অনুসরণ করছেন মেলানিয়া?

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ২০:২৯আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:৪২

পোশাক আর ফ্যাশনে বিপুল অর্থ ব্যয়ের কারণে একাধিকবার সমালোচিত হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডা সফরের সময় তার পায়ে ছিল ৫০ ডলারেরও কম দামের এক জোড়া কনভার্স স্নিকার্স। সাদা রঙ-এর স্নিকার্স জোড়া ছিল চাক টেইলরস ব্র্যান্ডের। গত নভেম্বরে হোয়াইট হাউসের কিচেন গার্ডেনে মেলানিয়ার আতিথেয়তা পায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। এ সময় তার পায়ে ছিল ৬৫ ডলারের একটি কনভার্স। এটি ছিল জ্যাক পারসেল ব্র্যান্ডের। তার এই পরিবর্তনকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছে। বেশিরভাগ সময়ই তিনি সাশ্রয়ী পোশাক পড়তেন। সংবাদমাধ্যমগুলো বলছে, মিশেলকেই অনুসরণ করছেন মেলানিয়া।

মিশেল ওবামাকে অনুসরণ করছেন মেলানিয়া? ফার্স্ট লেডি হওয়ার আগে মেলানিয়ার লাইফস্টাইল, অন্তত জুতো পরার ধরনটা অবশ্য এমন ছিল না। গত রিপাবলিকান ন্যাশনাল কংগ্রেসে তার পরনে গেছে ৬৭৫ ডলারের জুতো। আর এর ডিজাইন করেছিলেন বিশ্বখ্যাত ফ্রেঞ্চ ফুটওয়্যার ডিজাইনার ক্রিশ্চিয়ান লোবোটিন। এমনকি দাতব্য কাজে অংশগ্রহণের সময়েও তার পায়ে দেখা মিলেছিল এক হাজার ১৫০ ডলারের জুতো। এটি ডিজাইন করেছিলেন খ্যাতনামা ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার রিনি কাওভিলা।

যুক্তরাষ্ট্রের কোনও ফার্স্ট লেডির কনভার্স পরার ঘটনা এটাই প্রথম নয়। সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা হোয়াইট হাউসে সুলভ ও সহজলভ্য ব্র্যান্ডের জুতো পরতেন।

মাঝে মাঝে পোশাক ও ফ্যাশন ব্যয়ের জন্য সমালোচিত হলেও বেশিরভাগ সময়ই মিশেল সাশ্রয়ী পোশাক পড়তেন। ২০১৬ সালের মার্চে হোয়াইট হাউসের লনে ইস্টার মানডেতে শিশুদের জন্য মজার দৌড়ের আয়োজন করেন তৎকালীন ফার্স্টলেডি মিশেল ওবামা। যেন হোয়াইট হাউসের সাউথ লনে শিশুদের মেলা  বসেছে। তারা হাসছে, খেলছে, দৌড়াচ্ছে। সঙ্গে দৌড়াচ্ছেন ফার্স্ট লেডি। হাসিমুখে বারান্দায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই আয়োজনে কালো রঙ-এর সহজলভ্য কনভার্স পরেছিলেন মিশেল। ২০১৭ সালে এমটিভি’র কলেজ সাইনিং ডে’তেও একই ধরনের জুতো দেখা যায় তার পায়ে।

মিশেলের স্বামী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কপি করা নতুন কিছু নয়। তার সাশ্রয়ী মূল্যের পোশাক পরিধানের যে চর্চা ছিল ট্রাম্পও তার অনুসরণ করছেন। গত থ্যাঙ্কসগিভিং ডে তে তাকে দেখা গেছে ওবামার পছন্দের জে ক্রু ব্র্যান্ডের ৭৫ ডলারের শার্টে। জনসমক্ষে অভিজাত ব্র্যান্ডের বদলে সহজলভ্য ব্র্যান্ডের ব্যবহারের মতো বিষয়গুলো আদতে মেলানিয়া’র ভারসাম্য তৈরির প্রক্রিয়ার অংশ মাত্র। মেলানিয়া ট্রাম্পের রাজনৈতিক কারিশমায় আরেক বড় অর্জন হচ্ছে তার উঁচু হিল বদলে ফেলা। এমন পদক্ষেপ তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক।

ইকোনমিস্ট-ইউগভ-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মেলানিয়ার গ্রহণযোগ্যতা ৪৪ শতাংশ থেকে বেড়ে ৪৮ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ আগের বছরের চেয়ে তার জনপ্রিয়তা বেড়েছে। ট্রাম্পের হোয়াইট হাউসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির আসন করে নিয়েছেন তিনি।

এবারের জরিপে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্পের গ্রহণযোগ্যতা ৪৪ শতাংশ থেকে কমে ৪১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রেসিডেন্টের পরিবারে একমাত্র মেলানিয়া ট্রাম্পেরই গ্রহণযোগ্যতা বেড়েছে। ফলে দৃশ্যত সহজাত বা সহজলভ্য স্টাইলকেই বিনিয়োগ হিসেবে প্রতীয়মান হচ্ছে। সূত্র: বিজনেস ইনসাইডার।

/এমপি/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি