X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় ফিলিস্তিনি শিক্ষাবিদ খুন, অভিযোগের তীর মোসাদের দিকে

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ২৩:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২৩:৫৮

মালয়েশিয়ায় একজন ফিলিস্তিনি শিক্ষাবিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কুয়ালালামপুরের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে বের হন ফাদি মুহাম্মাদ আল-বাত্শ নামের ওই ব্যক্তি। পথেই একটি আবাসিক এলাকায় দুই বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। একই রকমের দাবি করেছে নিহতের পরিবার।
মালয়েশিয়ায় ফিলিস্তিনি শিক্ষাবিদ খুন, অভিযোগের তীর মোসাদের দিকে নিহত ফাদি মুহাম্মাদ আল-বাত্শ মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছেন, সন্দেহভাজন হামলাকারীদের ইউরোপীয়ান বলে প্রতীয়মান হচ্ছে যাদের সঙ্গে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে।

নিহতের বাবা আল জাজিরা’র কাছে আশাবাদ ব্যক্ত করেন, মালয়েশীয় কর্তৃপক্ষ শিগগিরই এই হত্যাকাণ্ডের হোতাকে খুঁজে বের করবে।
১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন ফাদি মুহাম্মাদ আল-বাত্শ। দেশটির পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুরের নিজ বাড়ির সামনে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা ৩৫ বছরের এই শিক্ষাবিদের ওপর গুলিবর্ষণ করে।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, সন্ত্রাসীরা ওই ফিলিস্তিনি শিক্ষাবিদকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে চারটি তার মাথায় ও দেহে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, ফাদি মুহাম্মাদের জন্য সন্ত্রাসীরা ঘটনাস্থলে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছে। ফজরের নামাজ জামায়াতে আদায় করতে মসজিদে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে সন্ত্রাসীরা তারা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

উল্লেখ্য, জেরুজালেম নগরী তথা ফিলিস্তিন ইস্যুতে বরাবরাই সোচ্চার মালয়েশিয়া। ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ‘বানানো’র মার্কিন পরিকল্পনাকে সমগ্র মুসলিম বিশ্বের প্রতি চপেটাঘাত হিসেবে দেখে দেশটি। ২০১৭ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হুসেইন জানান, জেরুজালেম ইস্যুতে যে কোনও পরিস্থিতির উপযুক্ত জবাব দিতে তার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, ‘ যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে আমাদের। মালয়েশিয়ার সামরিক বাহিনী সবসময়ই দায়িত্ব পালনে প্রস্তুত। অপেক্ষা কেবল সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশের।’

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে গত ডিসেম্বরে মালয়েশিয়ায় এক বিক্ষোভের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদসহ অন্তত ১০ হাজার মানুষ এতে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে নাজিব রাজাক বলেন, ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে মালয়েশিয়া তার সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত। মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস। এটি রক্ষার লড়াইয়ে আমেরিকার সঙ্গে মালয়েশিয়ার সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। ফিলিস্তিন ইস্যুতে দেশটির এমন জোরালো ভূমিকার মধ্যেই সেখানে খুন হলেন এই ফিলিস্তিনি অধ্যাপক। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়