X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের উন্নতি উল্লেখযোগ্য: বিশ্বব্যাংককে ভারতের অর্থসচিব

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
২২ এপ্রিল ২০১৮, ০৩:১৩আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৪:১৪

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বলে বিশ্বব্যাংককে জানিয়েছেন ভারতের অর্থসচিব সুভাষ গার্গ। তিনি বলেন, ‘চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ, যা ভারতের চেয়ে দশমিক ২ শতাংশ কম।’ বিশ্ব ব্যাংক ডেভেলপমেন্ট কমিটির সামনে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের প্রতিনিধিত্ব করার সময় এসব কথা বলেন তিনি।

ভারতের অর্থ বিভাগের সচিব সুভাষ গার্গ

সুভাষ গার্গ বলেন, ভারত এখন অর্থনীতিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ। আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। তিনি বলেন, বিগত ২০ বছরে ২ কোটি মানুষকে দারিদ্রের কষাঘাত থেকে মুক্তি দেওয়া হয়েছে। এখন দারিদ্রসীমার নিচে বাস করা মানুষের সংখ্যা ২৪ শতাংশ।

৯৭ তম এই বৈঠকে সুভাষ আরও বলেন, জনসম্পদ উন্নয়নেও বাংলাদেশ দ্রুত উন্নতি করছে। শিশুমৃত্যু হার কমিয়ে এনেছে ৩.৪ শতাংশে আর মাতৃত্বকালীন মৃত্যু এখন ১ লাখের ১৭৬ জন। বৈশ্বিক বিবেচনায় এটা খুবই ইতিবাচক বলে জানান তিনি।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের এই সচিব আরও বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশ ক্যাটাগরিতে বাংলাদেশের উন্নতি এটাই স্বাক্ষ্য দেয়।  

ইন্টারন্যাশনাল মনেটরি ফিন্যান্স কমিটির সামনে তার সঙ্গে কথা বলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর উরজিত প্যাটেল বলেন, বাংলাদেশের অর্থনীতির অনেক উন্নতি হচ্ছে।

২০১৮ সালের জুনে শেষ হতে যাওয়া অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক ৭ শতাংশ হওয়ার কথা। এর আগের বছরে এটি ছিল ৭.৩ শতাংশ। বন্যায় খাবারের দাম বেড়ে যাওয়ার পরও প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি হওয়ার কথা ভাবা হচ্ছিলো। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৫.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

উরজিত প্যাটেল বলেন, বাংলাদেশ সরকার এই প্রবৃদ্ধি ধরে রাখতে দ্বিপাক্ষিকসহ বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করছে। তিনি বলেন, মনেটরি পলিসি সবসময়ই সহায়তা দিয়ে যাবে। তিনি বলেন, মুদ্রাস্ফীতির কারণে ব্যাংকিং ব্যবস্থার ক্ষতি হয়েছে। এই বিষয়ে কাজ করার চেষ্ট করাছ কেন্দ্রীয় ব্যাংক।’

 

/এমএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী