X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১৪:৪৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জনেরও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে তালেবান এই হামলায় দায় অস্বীকার করলেও অন্য কোনও গ্রুপ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কাবুল পুলিশের এক উপদেষ্টার বরাতে ৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর দেয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
হামলার পর স্বজনদের আহাজারি রবিবার সকালে পশ্চিম কাবুলের দাস্ত-এ-বাচরি এলাকার ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় মূলত শিতি হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভোটার নিবন্ধন কেন্দ্রটির কাছে ভিতরে ঢোকার অপেক্ষারত ভীড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হলে এই হতাহতের ঘটনা ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিকব দানেশ জানান, পায়ে হেঁটে হামলাকারী সেখানে আসে। চলতি বছরের সংসদ নির্বাচন উপলক্ষে সেখানে কর্মকর্তারা ভোটারদের নিবন্ধন কার্ড বিতরণ করছিলেন।

এর আগে কাবুল পুলিশের উপদেষ্টা আসমত স্টানেকজাই জানান, ওই ঘটনায় অন্তত চারজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখতে পাওয়ার কথা জানিয়ে রয়টার্স বলছে, এসব ছবিতে নারীসহ চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে একটি গাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বছরের অক্টোবরে আফগানিস্তানে বহুল প্রত্যাশিত সংসদ ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটিতে অনেক বেশি সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনও তা শুরু হয়নি। নির্বাচন ঘিরে আরও হামলার আশঙ্কা করছে আফগান সরকার।

 

/জেজে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়