X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ামুখী লাউড স্পিকার বন্ধ করলো দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১২:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৪:১৮

লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়াকে লক্ষ্য করে প্রচারণা চালানো বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামী সপ্তাহে দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে বৈঠককে সামনে রেখে দক্ষিণ কোরিয়ার সীমান্তে বসানো এসব লাউড স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উ. কোরিয়ামুখী লাউড স্পিকার বন্ধ করলো দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় কয়েক ডজন লাউড স্পিকার বসানো আছে। এসব লাউড স্পিকার দিয়ে পপ মিউজিক থেকে শুরু করে উত্তর কোরিয়ার সমালোচনামূলক খবর প্রচার করা হয়। এসব প্রচারণা উত্তর কোরিয়ার সীমান্তে থাকা সেনারা ছাড়াও ওই এলাকার বেসামরিক নাগরিকেরা শুনতে পান বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়াও একই রকমের লাউড স্পিকার ব্যবহার করে থাকে। তারা মূলত সিউল ও তাদের মিত্রদের সমালোচনা করা রিপোর্ট প্রচার করে। তবে দক্ষিণ কোরিয়া বন্ধ করে দিলেও উত্তর তা বন্ধ করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের এই পদক্ষেপের লক্ষ্য হলো উত্তর ও দক্ষিণের মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ আলোচনার মনোভাব তৈরি করা।

দক্ষিণ কোরিয়ার প্রচারণা চালানো এই লাউড স্পিকারগুলো কোরীয় যুদ্ধের সময় থেকে কখনও থেমেছে আবার কখনও চালুও হয়েছে। ২০০৪ সালে দুই কোরিয়ার মধ্যে চুক্তির পর এই সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০১৫ সালে বেসামরিক এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার পর আবার প্রচার শুরু হয়। ওই বছরই আবারও তা বন্ধ করা হয়। ২০১৬ সালে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার জবাবে আবারও তা চালু করা হয়।

রবিবার পারমাণবিক কর্মসূচি বাতিলের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এছাড়া একটি পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রও বন্ধ করার ঘোষণাও দেয় দেশটি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক আলোচনার প্রস্তুতি হিসেবে দেশটি আকস্মিক এই ঘোষণা দেয়।

আগামী শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমের যুদ্ধবিরতি অঞ্চলে বৈঠকের কথা রয়েছে। পরে জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে কিমের।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ