X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আইনজীবী সমিতির সম্মাননা প্রত্যাখ্যান আসিফার আইনজীবীর

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১৬:৩৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়ায় ধর্ষণের শিকার হওয়া কন্যাশিশু আসিফা বানুর আইনজীবী দীপিকা সিং রাজওয়াতকে সম্মাননা ও আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তবে দীপিকার দাবি, তার মতামত ছাড়াই সেখানকার আইনজীবী সমিতি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এক বিবৃতিতে দীপিকা আজাদ কাশ্মিরের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে তার সম্মাননা ও আজীবন সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আসিফার আইনজীবী দিপীকা কাঠুয়া অঞ্চলের যাযাবর মুসলিম বাকারওয়াল গোষ্ঠীর মেয়ে ছিল ৮ বছরের ছোট্ট আসিফা। কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চরানোর সময় অপহরণ করা হয় তাকে। আদালতে দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে আশফিয়া নামের ওই শিশুকে অপহরণের নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে হত্যা করা হয় তাকে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এ ঘটনায় ধর্ষকের পক্ষ নিক্ষেও প্রবল বিরোধিতায় আসিফার পক্ষে আইনি লড়াইয়ে নামেন শিশু অধিকারকর্মী দীপিকা।

শনিবার এক বিবৃতিতে আজাদ কাশ্মিরের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জানায়, কাশ্মিরি বিশেষজ্ঞ দীপিকাকে সম্মানজনক পদ দেওয়া হয়েছে। কাঠুয়ায় ৮ বছর বয়সী শিশুর মামলায় লড়ায় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান তারা। পাকিস্তানের কাশ্মির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মাননা ফিরিয়ে দিতে গিয়ে রবিবার তিনি বলেন, ‘আমি এই সদস্যপদ ও স্বীকৃতি প্রত্যাহার করছি। আমি বারকে এই সম্মাননা উঠিয়ে নেওয়ার আহ্বান জানাই। বিষয়টি আমার অজান্তেই ঘোষণা দেওয়া হয়েছে। ’

কাশ্মিরের একটি পণ্ডিত পরিবারে জন্ম দীপিকার। ১৯৮৬ সালে জম্মুতে আসেন তিনি। ৩৮ বছর বয়সী এই আইনজীবী বারবরাই বলে এসেছেন, তিনি কোনও প্রতিরোধের মুখেই তার অবস্থান ছাড়বেন না। ২০১৩ সালে এক শিশুর মৃত্যুর প্রতিবাদে আওয়াজ তোলায় জম্মুতে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ কেড়ে নেওয়া হয় দীপিকার।

কাঠুয়ায় আসিফা ধর্ষণ মামলার দায়িত্ব নেওয়ার পর অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন এই আইনজীবী। ধর্ষিত, ক্ষতবিক্ষত ছোট্ট দেহটার কথা জানার পর আর স্থির থাকতে পারেননি দীপিকা সিং। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিধ্বস্ত পরিবারটির দিকে। তারই উদ্যোগে কোর্টে ওঠে কাঠুয়ার নাবালিকা নির্যাতিতার কেসটি। সোশাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতে ছড়িয়ে পড়ে ঘটনাটি, সোচ্চার হয়ে ওঠে বলিউডও।

 

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা