X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তিন মাসে ৮৩ লাখ ভিডিও সরিয়েছে ইউটিউব

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৩:০৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৩:১৫
image

কমিউনিটি গাইডলাইন বা নির্ধারিত নির্দেশিকা ভঙ্গ করায় ব্যবহারকারীদের আপলোডকৃত ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। সাইটটির পক্ষ থেকে দেওয়া একটি ব্লগপোস্টকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এ তিন মাসে ভিডিওগুলো সরানো হয়েছে। এর মধ্য দিয়ে ইউটিউব কর্তৃপক্ষ তাদের সাইটে সহিংস এবং আক্রমণাত্মক কন্টেন্ট পোস্ট হওয়াজনিত সমালোচনা ঘোচানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করেছে গার্ডিয়ান।

ইউটিউব
ইউটিউব হলো গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফ্যাবেটের অধীনে পরিচালিত কোম্পানি। সহিংস এবং আক্রমণাত্মক ভিডিও সরাতে ইন্টারনেটভিত্তিক যেসব কোম্পানিগুলো জাতীয় সরকার ও ইউরোপীয় ইউনিযনের চাপের মুখে রয়েছে তার মধ্যে ইউটিউবও একটি।

গার্ডিয়ান জানায়, উগ্রপন্থী ও নৃশংস ভিডিও পোস্ট করা ঠেকানোর অক্ষমতা নিয়ে তুমুল সমালোচনার মুখে থাকা ইউটিউব সম্প্রতি তাদের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। ইউটিউবের দাবি, সমস্যা মোকাবিলার ক্ষেত্রে এ প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সহিংস কন্টেন্ট মুছে ফেলতে ইউটিউব যে অগ্রগতি করেছে তা এ প্রতিবেদনের মধ্য দিয়ে বোঝা যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি।

একটি ব্লগপোস্টে ইউটিউব জানায়, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৮০ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে ইউটিউব। পোস্টে আরও বলা হয়, এ ৮০ লাখ ভিডিওর একটা বড় অংশ স্পাম কিংবা প্রাপ্তবয়স্ক কন্টেন্ট। আপলোড করার চেষ্টার সময় এগুলো শনাক্ত করা হয়েছে।

কমিউনিটি গাইডলাইন বাস্তবায়নের জন্য ২০১৮ সালের শেষ নাগাদ ১০ হাজারেরও বেশি লোককে নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছে গুগল। ইউটিউবে তারা পুরোপুরি না হলেও অনেকাংশে হিউম্যান রিভিউয়ার (মানব পর্যবেক্ষণকারী) হিসেবে কাজ করবে। গত বছর এ ধরনের কাজে নিয়োজিত ছিল প্রায় এক হাজার মানুষ।

রিভিউয়ার হিসেবে কাজ করা ছাড়াও নতুন নিয়োগকৃতরা স্পাম শনাক্তকরণ, মেশিন লার্নিং এবং ভিডিও হ্যাশিং-এর মতো সিস্টেমগুলো নিয়েও কাজ করবে।

বর্তমানে বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী সন্দেহমূলক কন্টেন্টকে শুরুতে ফ্ল্যাগড করা হয়। এরপর এটি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে কিনা তা দেখা হয়। এরপর ভিডিও মুছে ফেলা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

 

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী