X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাশ্মিরে আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মুম্বাইয়ের রাস্তায় রিকশাচালকরা

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৭:২৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৮:১৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া এবং উত্তর প্রদেশের উন্নাও-তে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠছে ভারত। কাশ্মিরে শিশুকন্যা আসিফাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গত ১১ এপ্রিল মধ্যরাতে ইন্ডিয়া গেটে এক বিক্ষোভে অংশ নেন ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ওই ধর্ষণের প্রতিবাদে ধারাবাহিক বিক্ষোভে অংশ নিচ্ছেন রাজনীতিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কাঠুয়ায় আট বছরের শিশু ধর্ষণের সোমবার সকালে মুম্বাইয়ে সাক্ষর গ্রহণ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় রিকশাচালক সমিতি। 

কাশ্মিরে আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মুম্বাইয়ের রাস্তায় রিকশাচালকরা ইউনিফর্ম পরে বন্দ্রা রেলওয়ে স্টেশনের বাইরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন রিকশাচালকরা। ধর্ষণের সংস্কৃতি বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। মূলত কাঠুয়ার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেও উন্নাও-এর ধর্ষণকাণ্ডের বিরুদ্ধেও আওয়াজ তোলেন চালকরা।

এ বছরের মধ্য জানুয়ারিতে কাশ্মিরের কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চরানোর সময় অপহৃত হয় আসিফা। ১০ এপ্রিল ওই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র জনসম্মুখে আনা হলে  বিচার দাবিতে সোচ্চার হয়ে ওঠে সারা ভারত। আদালতে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ওই শিশুকে অপহরণের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও দেবীস্থান মন্দিদের হেফাজতকারী সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর সাত দিন ধরে মন্দিরে আটকে রেখে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে হত্যা করা হয় তাকে। আসিফাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে অভিযুক্ত করেছে ভারতের আদালত। তবে ভারতীয় মিডিয়ার একাংশ এ ঘটনায় দায়ের করা অভিযোগকে মিথ্যা মামলা আখ্যা দিয়েছে। তারা প্রচার করছে, হত্যার আগে আসিফাকে ধর্ষণ করা হয়নি।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কয়েকদিন ধরে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ এমন সব তথ্য/সংবাদ প্রচার/ সম্প্রচার করছে যা সত্য থেকে অনেক দূরে। মেডিক্যাল বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তদন্তে নিশ্চিত হওয়া যায় অপরাধের শিকার ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়েছে অভিযুক্তরা। বিবৃতি অনুযায়ী, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মত দিয়েছেন, ভিকটিমের (আসিফা) হাইমেন অক্ষত পাওয়া যায়নি। এসব মেডিক্যাল মতামতের ভিত্তিতে এই মামলায় ৩৭৬ (ডি) ধারা যুক্ত করা হয়। এছাড়াও মেডিক্যাল বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, ভিকটিমকে আটক রাখা হয়েছিল, চেতনানাশক দেওয়া হয়েছিল আর শ্বাসরোধের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কারণেই তার মৃত্যু হয়েছিল।

সংবাদমাধ্যমের একাংশের মিথ্যা প্রচারণা সত্ত্বেও হিরানগর থানার করা এই মামলায় একটি সম্পূরক অভিযোগপত্র দায়েরের প্রক্রিয়া চলছে। তবে ধর্ষকদের পক্ষ নিয়ে কাঠুয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। কাশ্মিরের মন্ত্রিসভার দুই সদস্য ধর্ষকদের পক্ষ নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন। অভিযুক্তদের পক্ষে ১২ দিনের ধর্মঘট পালন করেছে দ্য জম্মু বার অ্যাসোসিয়েশন।

/এমপি/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ