X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কাশ্মীরে আসিফা হত্যা

সিবিআই তদন্ত চেয়ে গ্রেফতার দুই পুলিশের আইনজীবীর হাইকোর্টে আবেদন

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৬

হাইকোর্টে আবেদন করেছেন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের শিশু আসিফা ধর্ষণ ও হত্যা মামলায় প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্য। সোমবার তাদের আইনজীবী ভিনু গুপ্তের করা আবেদনে বলা হয়েছে, আসিফা ধর্ষণ ও হত্যা মামলায় ময়না তদন্ত প্রতিবেদন ও ফরেনসিক প্রতিবেদনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আর অপরাধ বিভাগের তদন্ত ‘সঠিক নয়’। এই ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি রাজ্য অপরাধ বিভাগের তদন্ত স্থগিত করার আবেদন করা হয়েছে।

সিবিআই তদন্ত চেয়ে গ্রেফতার দুই পুলিশের আইনজীবীর হাইকোর্টে আবেদন

কাঠুয়ায় শিশু আসিফাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রমাণ নষ্ট করার অভিযোগে রাজ্য পুলিশের উপপরিদর্শক আনন্দ দত্ত ও বিশেষ পুলিশ অফিসার দীপক খাজুরিয়াকে গ্রেফতার করা হয়।  

হাইকোর্টে পিটিশনকারী অপরাধ শাখার তদন্ত স্থগিত করার যুক্তি হিসেবে বলেছেন, স্থানীয় পুলিশের কাছ থেকে তিন ধাপে এটা অপরাধ শাখায় যায়। সবশেষে তা বিশেষ তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে বলা হয়, এটা বিস্ময়কর যে বিশেষ তদন্ত দলে এমন কর্মকর্তাকে রাখা হয়েছে যিনি কয়েক বছর আগে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। এমনকি কর্মকর্তা হওয়ার পরও তিনি তিন বছর পলাতক ছিলেন। পরবর্তীতে প্রমাণ না থাকায় তাকে বিচারে বেকসুর খালাস দেওয়া হয়। স্পর্শকাতর হওয়ার পরও তদন্ত দলে ওই কর্মকর্তাকে রাখা হয়েছে।

আবেদনে বলা হয়, আসিফা হত্যা মামলার ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে ব্যাপক গড়মিল রয়েছে। তাই বিষয়টি নিয়ে নতুন করে সিবিআই তদন্ত হওয়া উচিত। শিশুটিকে ‘মন্দির’ এর মধ্যে আটকে রাখা হয়েছিল বলে অপরাধ শাখার তথ্যের ব্যাপারে আপত্তি তুলে পিটিশনে বলা হয়, বিশেষ তদন্ত দল বানোয়াট প্রমাণ হাজির করেছে।

ভিনু গুপ্ত ওই প্রতিবেদনে অভিযোগ করেন, এই তদন্তের মূল লক্ষ্য হচ্ছে সরকারি জমি উপজাতীয় লোকজনের দখল করার পথকে সহজ করা।

উল্লেখ্য, কাঠুয়া অঞ্চলের যাযাবর মুসলিম বাকারওয়াল গোষ্ঠীর মেয়ে ছিল ৮ বছরের ছোট্ট আসিফা। কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চরানোর সময় অপহরণ করা হয় তাকে। আদালতে দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে আশফিয়া নামের ওই শিশুকে অপহরণের নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে হত্যা করা হয় তাকে। অভিযুক্তদের পক্ষে দাঁড়ান ক্ষমতাসীন বিজেপির স্থানীয় নেতা ও মন্ত্রীরা।

/আরএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী