X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইরান চুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন চাইছে রাশিয়া ও চীন

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ২২:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৯:৫৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে না যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া ও চীন। এজন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইরান চুক্তিকে অবিচল সমর্থন জানিয়ে একটি খসড়া বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে দেশ দুইটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

ইরান চুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন চাইছে রাশিয়া ও চীন

জেনেভায় জাতিসংঘের নন-প্রোলিফেরেশন কনফারেন্সে রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ দূত ভ্লাদিমির ইয়ারমাকোভ বলেন, জেসিপিওএ নামে পরিচিত ইরান চুক্তি অনেকটা ভঙ্গুর। এটা নষ্ট করার কোনও উদ্যোগ বিশ্বের নন-প্রোলিফেরেশন দেশগুলোকে আক্রান্ত করবে। ইয়ারমাকোভ বলেন, ‘আমরা আমাদের সহকর্মীদের চুপ না থাকার আহ্বান জানাব। আমরা আশা করি এই পরিস্থিতি নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু তারপরও জেসিপিওিএ রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।’

ওয়াশিংটন সফরররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো এই চুক্তি থেকে বের হয়ে না আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। আর চীন ও রাশিয়ার তৈরিকৃত খসড়া প্রস্তাবে জাতিসংঘ সদস্যদের জেসিপিওএ চুক্তির বিস্তারিত ও কার্যকর প্রয়োগের জন্য অবিচল সমর্থন নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তায় চুক্তিটির গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া সম্ভব হবে।

ইয়ারমাকোভ রয়টার্সকে বলেন, শেষমেষ সব বড় দেশের কাছ থেকে এই চুক্তি রক্ষায় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এমনকি তিনি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও সমর্থন পাওয়ার আশা করছেন। ইতোমধ্যে দেশগুলো চুক্তিটির পক্ষে কথা বলা শুরু করেছে। তিনি বলেন, ‘তারা সবাই এই দাবির পক্ষে থাকবে বলে আমি আশা করছি। আমাদের যৌথ বিবৃতিতে নেতিবাচক কিছুই নেই। এটা পুরোপুরি বোধগম্য। এর ভাষাকে সমর্থন না করা কঠিন হবে।’ রুশ দূত আশা করছেন উত্তর কোরিয়াও বিবৃতিটিকে সমর্থন করবে। তিনি বলেন, ইরান চুক্তির ভবিষ্যত উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপের গুরুত্বপূর্ণ বিষয়।

ইয়ামাকোভের পরই জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বক্তব্য দেন। তিনিও জেসিপিওএ চুক্তিকে সমর্থন করে বক্তব্য দেন। তিনি বলেন, এই চুক্তির অব্যাহত ও পূর্ণ প্রয়োগ গুরুত্বপূর্ণ।

/আরএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!