X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে বিজেপির ইশতেহারে বাংলাদেশের ছবি

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১০:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১০:৫০

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচনের ইশতেহারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলাদেশের সহিংসতার ছবি ব্যবহার করছে। বুধবার দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপির ইশতেহারে বাংলাদেশের ছবি

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপি তাদের পঞ্চায়েত নির্বাচনের ইশতেহার প্রকাশ করে। এতে দাবি করা হয়, তৃণমূলের শাসনামলে রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। এই দাবির পক্ষে ইশতেহারে বেশ কয়েকটি ছবি ব্যবহার করা হয় যাতে সহিংসতা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এসব ছবির একটি ২০১৩ সালে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ছবি।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, এই ছবিটি পশ্চিমবঙ্গের না। তারা (বিজেপি) বাংলাদেশের ২০১৩ সালের একটি ছবি ব্যবহার করে দাবি করছে এমন সহিংসতা এখানে ঘটেছে। পশ্চিমবঙ্গে ইতিহাসে কোনও দলই এমন মিথ্যাচার করেনি। তাদের এই পদক্ষেপে আমরাই লজ্জিত।

পার্থ চ্যাটার্জি আরও বলেন, রাজনৈতিক দলের পক্ষে এধরনের মিথ্যাচার বাংলার গণতন্ত্রের জন্য অপমান।

যে ছবি নিয়ে তৃণমূলের অভিযোগ ওই ছবিটি তুলেছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। ছবিটির বিবরণে এএফপি লিখেছে, ২০১৩ সালের ১১ মার্চ ঢাকায় বাংলাদেশের বিরোধী দল বিএনপির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন।

তবে বিজেপির দাবি, এই ছবি পশ্চিমবঙ্গের সত্যিকার চিত্র তুলে ধরে। রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ বলেন, আমাদের ইশতেহারে পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা না থাকা ও সহিংসতার কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকার দুর্বৃত্তদের সহযোগিতা করছে। রাজ্যের অনেক স্থানেই সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে। বাংলাদেশের মতো হিন্দুরা আক্রান্ত হচ্ছে। এই বিবেচনায় ছবিটি ব্যবহার করা হয়েছে।

 

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী