X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বলার আগে চিন্তা করা উচিত: ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সাবেক বিশ্বসুন্দরী

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ১৪:০০আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৪:০৯

১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে বিশ্বসুন্দরী নির্বাচিত হওয়া মডেল ও অভিনেত্রী ডায়ানা হেইডেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে উদ্দেশ করে বলেছেন, কথা বলার আগে চিন্তা করা উচিত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

বলার আগে চিন্তা করা উচিত: ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সাবেক বিশ্বসুন্দরী

গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) আগরতলায় এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ডায়ানাকে ফ্যাশন মাফিয়ারা বিশ্ব সুন্দরী বানিয়েছেন বলার পর সমালোচনার মুখে পড়েন। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন বিপ্লব দেব।  

বিশ্বসুন্দরী খেতাবকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন, এমনকি ডায়না হেইডেনও এই খেতাব পেয়েছেন। দেখুন সবাই হাসছে। আপনারাই বলুন, ডায়ান হেইডেন কি পাওয়ার যোগ্য? ঐশ্বরিয়া রায় পেয়েছেন। ঠিক আছে, কারণ তিনি ভারতীয় নারীদের সৌন্দর্যের উপাদানগুলোকে ধারণ করেন। ভারতীয় সৌন্দর্য মানেই দেবি লক্ষ্মী, স্মরস্বতী… ডায়ান হেইডেন সেই পর্যায়ের সুন্দরীদের কাতারে পড়েন না।’

এই মন্তব্যের জেরে সমালোচনায় পড়ার পর শুক্রবার এক মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, কাউকে আঘাত করার জন্য তিনি একথা বলেননি।

তবে এতে পাল্টা প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকেননি হেইডেন। এনডিটিভিকে বলেন, তিনি বিশ্বসুন্দরী খেতাব পাওয়ার যোগ্য নন বলে যারা মনে করেন তাদের ওপর তার কোনও ক্ষোভ নেই, এমনকি বিপ্লবের ওপরও না। কারণ সবারই মতামত আছে। কিন্তু তিনি আমার গায়ের রং নিয়ে কথা বলেছেন সেটা আমার ভালো লাগেনি।

হেইডেন জানান, নিজের বাদামী গায়ের রঙ নিয়ে তিনি গর্বিত। কিন্তু একসময় এজন্য অবিশ্বাস্য রকমের আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন। তিনি বলেন, নিজেদের গায়ের রঙ নিয়ে ভারতীয়দের গর্বিত হওয়া উচিত। এটা সুন্দর আর বাকি বিশ্ব এই রঙের অধিকারী হতে চায়।

৪৪ বছর বয়স্ক এই মডেল ও অভিনেত্রী জানান, বিপ্লবের মন্তব্যের পর মানুষ যেভাবে তার বিরুদ্ধে কথা বলেছে তা তাকে অভিভূত করেছে।

সমাজকর্মী ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী পাচালি ভট্টাচার্য বলেন, বিপ্লবের মন্তব্য হীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সৌন্দর্য প্রদর্শনীতে জিততে কঠোর পরিশ্রম করতে হয়। তাদের কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। এটা খুবই লজ্জাজনক যে আমাদের মুখ্যমন্ত্রী এই ধরণের মন্তব্য করেছেন।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি